শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

চোরাকারবারির গুলিতে দুই বিজিবি সদস্য আহত

টেকনাফ সীমান্ত, ফাইল ছবি

ভয়েস নিউজ ডেস্ক:

টেকনাফের নাফ নদের রহমানের খাল নামক স্থানে বিজিবির ওপর গুলি চালিয়েছে সশস্ত্র চোরাকারবারিরা। এতে বিজিবির দুই সদস্য গুলিবিদ্ধ হয়েছেন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীটি। মঙ্গলবার (৪ জুন) আনুমানিক রাত ১০টায় নাফ নদে নিয়মিত চোরাচালান প্রতিরোধে করা টহলের সময় ঘটনাটি ঘটে।

বুধবার (৫ জুন) বিকালে টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মহিউদ্দীন আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বিজিবির এই কর্মকর্তা জানান, মঙ্গলবার রাত ১০টায় নাফ নদে বাংলাদেশের জলসীমায় টহল দেওয়া সময় একটি নৌকার মুখোমুখি হন বিজিবি সদস্যরা। নৌকায় অবস্থানরত সশস্ত্র চোরাকারবারি দল বিজিবি টহল দলকে লক্ষ্য করে অতর্কিতভাবে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে বিজিবির টহল দল পাল্টা গুলি বর্ষণ করে। এ সময় সশস্ত্র চোরাকারবারি দলের গুলিতে দুই বিজিবি সদস্য গুরুতর আহত হন।

তিনি জানান, একপর্যায়ে বিজিবির টহলদলের প্রতিরোধের মুখে সশস্ত্র চোরাকারবারিরা গুলি ছুড়তে ছুড়তে মিয়ানমার সীমান্তের দিকে চলে যায়। আহত দুই বিজিবি সদস্য রামু সেনানিবাসে সম্মিলিত সামরিক হাসপাতাল চিকিৎসাধীন আছেন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION