রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ১২:৫৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়ায় বিশেষ অভিযানে অ’স্ত্র-গুলিসহ রোহিঙ্গা যুবক আটক লাইট হাউজ এলাকায় ফুফাতো ভাইয়ের হাতে মামাতো ভাই নিহত বাংলাদেশের ইতিহাসে জুলাই সনদ স্বাক্ষর একটি স্মরণীয় ঘটনা, দ্রুত বাস্তবায়নের তাগিদ ঢাকায় গোলটেবিলে বক্তারা: কক্সবাজার হবে দক্ষিণ এশিয়ার নতুন অর্থনৈতিক ফ্রন্টলাইন প্রশাসনের নিরবতা: কক্সবাজারে মাদক কেনাবেচায় ‘রাখঢাক’ নেই চট্টগ্রাম ইপিজেডে ১৭ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে  বহুল প্রত্যাশিত ঐতিহাসিক জুলাই সনদ স্বাক্ষর আজ, সংসদ এলাকায় সর্বোচ্চ নিরাপত্তা জেলায় সর্বোচ্চ পাস রামু ক্যান্টনমেন্ট কলেজে, সবচেয়ে পিছিয়ে ঈদগাহ কলেজ টেকনাফে পাহাড়ে দুই গ্রুপের গোলাগুলি, আতঙ্কে গ্রামবাসী অনলাইন জুয়া ও পর্নোগ্রাফি বন্ধে সরকারের জিরো টলারেন্স নীতি, কঠোর নির্দেশনা জারি

১ কোটি হাজিকে হাদিয়া চ্যারিটেবলের সেবা

আতিক আবদুর রাফি:
ওমরাহ ও হজযাত্রীদের সহায়তা প্রদানকারী বিশেষ একটি সংগঠন ‘হাদিয়া চ্যারিটেবল অ্যাসোসিয়েশন’। এ সংগঠন হজযাত্রীদের পুরো যাত্রা সহজ করতে চলতি বছর বিশাল কর্মসূচি ও প্রকল্প হাতে নিয়েছে। এ কর্মসূচি ও প্রকল্পের মাধ্যমে প্রায় ১ কোটি হজযাত্রীকে নানা ধরনের সেবা প্রদান করা হবে। সংগঠনটির কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে।

সংগঠনটি বিমান ও সমুদ্রবন্দর, মক্কা, মদিনা, আরাফাত, মুজদালিফা এবং মিনার পবিত্র স্থানসহ ২৬৬টিরও বেশি কেন্দ্রে হজযাত্রীদের মধ্যে সেবা ও সহয়তা প্রদান করছে।

‘হাদিয়া চ্যারিটেবল অ্যাসোসিয়েশন’-এর সিইও তুর্কি আল হেতেরশি বলেছেন, ‘সংগঠনটির লক্ষ্য হলো, এ বছর হজ মৌসুমে প্রায় ১ কোটি হজযাত্রী ও দর্শনার্থীদের সেবা প্রদান করা। জিলহজ মাসের প্রথম দিন থেকে শুরু করে নতুন বছরের মহররম মাসের ১৫ তারিখ পর্যন্ত এ সেবামূলক কাজ চালু থাকবে।’

সংগঠনটি হজযাত্রীদের সুবিধার্থে বিভিন্ন ভাষায় অনুবাদ করা, শরিয়তের প্রয়োজনীয় মাসয়ালা সম্পর্কে জানানো, রাসুল (সা.)-এর সুন্নত সম্পর্কে অবগত করা, পথনির্দেশিকা এবং খাবার ও পানির ব্যবস্থাসহ বিভিন্ন পরিসরে পরিষেবা চালু করেছে। এ ছাড়াও এ পরিষেবার মধ্যে রয়েছে শুকনো ও রান্না করা খাবার এবং জমজমের পানির ব্যবস্থা।

‘হাদিয়া চ্যারিটেবল অ্যাসোসিয়েশন’ সংগঠনটি এসব আতিথেয়তা পরিষেবার মাধ্যমে হজযাত্রীদের অভ্যর্থনা জানাচ্ছে। আর সংগঠনের বিভিন্ন অফিস ও সদর দপ্তরে হজযাত্রীদের সৌদির ঐতিহ্যবাহী কফি পরিবেশন করা হচ্ছে।

এ ছাড়াও সংগঠনটি হজযাত্রীদের জন্য বিভিন্ন উদ্ভাবনী ও সৃজনশীল পণ্য প্রবর্তন করবে এবং হজযাত্রীদের পক্ষে কাফফারাসহ অন্যান্য অনুমোদিত দাতব্য কর্মের মতো আচার-অনুষ্ঠান সম্পাদনের সুবিধা প্রদান করবে।

সূত্র : এসপিএ/ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION