বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৪:১৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
খালেদা জিয়াকে চৌদ্দগ্রামে নাশকতা মামলা থেকে অব্যাহতি ১৮ হাজার অবৈধ অভিবাসীকে যুক্তরাষ্ট্র থেকে ফিরিয়ে নিচ্ছে ভারত বাংলাদেশ ও ইউএনএইচসিআর রোহিঙ্গা সংকট সমাধানে একসাথে কাজ করবে ফলাফল জালিয়াতি:চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক সচিব নারায়ন চন্দ্র নাথসহ ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে পাচারকারীর ফেলে যাওয়া বস্তায় পাওয়া গেল সাড়ে ৪ লাখ পিস ইয়াবা পেকুয়ায় হরিণাফাঁড়ী এলাকায় টপসয়েল কাটা বন্ধে অভিযানে হামলাচেষ্টা ফারিনের ‘ঠিকানা’ ১০ মিলিয়নে বিশ্বকাপের দৌড়ে উইন্ডিজকে হারিয়ে টিকে থাকল বাংলাদেশ বাণিজ্যকে আমরা রাজনীতির সাথে মিলাচ্ছি না:খাদ্য উপদেষ্টা বেড়েছে চোরের উপদ্রব, আতঙ্কে দিন কাটে মানুষের

ওয়াইফ ইজ অল ওয়েজ রাইট: সৌরভ

বিনোদন ডেস্ক:
প্রেম নিয়ে টলিপাড়ায় ফিসফাস চললেও তা স্বীকার করেননি তারকা জুটি দর্শনা বণিক ও সৌরভ দাস। গত বছরের ১৫ ডিসেম্বর সাতপাকে বাঁধা পড়েন এই দম্পতি। বিয়ের পরপরই স্বামী সৌরভকে নিজের ভাবনার কথা জানিয়েছিলেন দর্শনা। এবার মুখ খুললেন সৌরভ দাস।

হিন্দুস্তান টাইমসকে সাক্ষাৎকার দিয়েছেন সৌরভ দাস। আলাপচারিতার শুরুতে জানতে চাওয়া হয়, দাম্পত্য জীবনের ৭ মাস পার করলেন, জীবনে কী কী পরিবর্তন এসেছে? জবাবে সৌরভ দাস বলেন, ‘বদল আসেনি। ম্যাচিউরিটি, রেসপনসিবিলিটি— এই বিষয়গুলো একটু স্ট্রং হয়েছে বলে অনুভব করছি। সেটা শুধু ব্যক্তিগত জীবনে নয়, কাজের জায়গাতেও আমাকে সাহায্য করছে।’

ভুল হলে কে আগে ‘সরি’ বলেন? দর্শনা নাকি আপনি? উত্তরে সৌরভ দাস বলেন, “ওরে বাবা! ভুল হলেও আমি ‘সরি’ বলি আর ভুল না হলেও আমি ‘সরি’ বলি। ওয়াইফ ইজ অল ওয়েজ রাইট। এটাই তো হয়ে এসেছে।”

এর আগে এক সাক্ষাৎকারে দর্শনার কাছে জানতে চাওয়া হয়েছিল, বর হিসেবে সৌরভকে দশে কত নাম্বার দেবেন? মজার ছলে দর্শনা বণিক বলেছিলেন, ‘এখন তো মাত্র কিছুদিন হয়েছে, এখন সবই ভালো লাগছে। দশে দশই দেব।’

সৌরভের ভালো ও মন্দ স্বভাব নিয়ে দর্শনা বণিক বলেছিলেন, ‘সৌরভ যখন কোনো কাজ করে, তাতে এতটাই নিজের মনোযোগ দেয় যে, সেটাই ওর ধ্যানজ্ঞান হয়ে যায়। জীবনের যেকোনো সিদ্ধান্তেও এতটাই নিজেকে ইনভলভড করে ফেলে, আশপাশটা আর দেখতে পায় না। ও যখন ক্যাফে শুরু করেছিল, দিনরাত ওটা নিয়েই পড়ে থাকত। মনে হতো, ক্যাফে ব্যবসাটাই ওর সবকিছু। এটা আছে ওর। এটাই ওর প্লাস পয়েন্ট আবার এটাই মাইনাস পয়েন্ট।’

২০২২ সালের শুরুর দিকে জোর গুঞ্জন চাউর হয়, অভিনেত্রী দর্শনা বণিক চুটিয়ে প্রেম করছেন; তা-ও সহশিল্পী সৌরভ দাসের সঙ্গে। একসঙ্গে নানা জায়গায় যাচ্ছেন তারা, সৌরভের বাড়ির সামনে পার্ক করা থাকছে দর্শনার গাড়ি। যদিও এই গুঞ্জন ‘মিথ্যা’ বলে উড়িয়ে দেন এই যুগল। যদিও সর্বশেষ গুঞ্জনকে সত্যিতে রূপ দেন প্রেমিক যুগল।

উল্লেখ্য, ‘অল্প হলেও সত্যি’সহ একাধিক সিনেমায় একসঙ্গে কাজ করেছেন সৌরভ-দর্শনা। সেখান থেকেই তাদের বন্ধুত্ব; যা পরে প্রেমের সম্পর্কে রূপ নেয়।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION