শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০১:৪১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

নাইক্ষ‍্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ৮০ হাজার পিছ ইয়াবা ও ক্রিস্টাল মেথ জব্দ

ভয়েস প্রতিবেদক, নাইক্ষ‍্যংছড়ি:

বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে বিজিবি অভিযান চালিয়ে ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ২ কেজি বার্মিজ ক্রিস্টাল মেথ আইস জব্দ করেছে।

জানা যায়,১৬ আগস্ট শুক্রবার ভার ৫ টায় বিজিবি অভিযান চালিয়ে গোপন সংবাদের ভিত্তিতে মালিকবিহীন বার্মিজ ইয়াবা ট্যাবলেট ও ক্রিস্টাল মেথ আইস জব্দ করে। মায়ানমার সীমান্তবর্তী নাইক্ষ‍্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের রেজুপাড়া বিওপির অধীনস্থ এলাকা থেকে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪

বিজিবি) ৮০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট ও ২ কেজি বার্মিজ ক্রিস্টাল মেথ আইস জব্দ করতে সক্ষম হন। যার আনুমানিক বাজার মুল‍্য বার কোটি চল্লিশ লক্ষ টাকা বলে জানা যায়।

বিজিবি সুত্রে জানা যায়,গোপন খবরের ভিত্তিতে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল আব্দুল্লাহ আল মাশরুকী পিএসসি,এসি এর নেতৃত্বে রেজুপাড়া বিওপির বিশেষ টহল দল বিওপি থেকে পূর্ব দিকে এবং মেইন সীমান্ত পিলার ৪১ থেকে ৩ কিঃমিঃপশ্চিম দিকে বাংলাদেশের অভ্যন্তরে ফুটেরঝিরি এলাকায় দুই পাহাড়ের মধ্যবর্তী স্হানের ফাত্রাঝিরি এবং ঘুমধুম ইউনিয়নের ৩নং ওয়ার্ড থেকে ৮ কাট বার্মিজ ইয়াবা ট্যাবলেট ও ২ কেজি বার্মিজ ক্রিস্টাল মেথ আইস জব্দ করে। জব্দকৃত বার্মিজ ইয়াবা ট্যাবলেট ও ক্রিস্টল মেথ আইস ধ্বংসের জন্য ব্যাটালিয়ান সদরে জমা করার কার্যক্রম চলছে। কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল আব্দুল্লাহ আল মাশরুকী পিএসসি,এসি বলেন,কক্সবাজার ৩৪ বিজিবির অধীনস্থ ঘুমধুম ইউনিয়নের বিভিন্ন সীমান্ত এলাকার বিজিবির বিওপির সদস্যরা সীমান্ত সুরক্ষার পাশাপাশি,আবৈধ অনুপ্রবেশ এবং বিভিন্ন প্রকার মাদকদ্রব্য সীমান্ত পেরিয়ে বাংলাদেশের ভিতরে যাতে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে কঠোরভাবে তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে; দিন রাত সমানভাবে। তারই ফলশ্রুতিতে প্রায় সময় আটক হচ্ছে মাদককারবারী ও জব্দ হচ্ছে কোটি কোটি টাকার বিভিন্ন প্রকারের মাদকের চালান।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION