শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৩:২৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

পর্যটক ও স্থানীয়দের মাঝে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সমুদ্র সৈকতে হাত ধোয়া কর্মসূচি

প্রেস বিজ্ঞপ্তি:
পর্যটক এবং স্থানীয়দের মাঝে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সমুদ্র সৈকতে হাত ধোয়া কর্মসূচি শুরু করেছে কক্সবাজার পৌরসভা। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ এর সহযোগিতায় প্রকল্পটি বাস্তবায়ন করছে দুস্থ সহায়তা কেন্দ্র (ডিএসকে)।
শনিবার দুপুরে সৈকতের সুগন্ধা পয়েন্টে এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন কক্সবাজার পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা একেএম তারিকুল আলম।
তিনি বলেন, করোনা প্রতিরোধে হাত ধোয়ার কোন বিকল্প নেই। যেহেতু হাতের মাধ্যমে নানা প্রকার রোগজীবানু মানবদেহে প্রবেশ করে এবং বিভিন্ন রোগ ছড়ায় সে কারণে মানুষজন শারীরিক এবং আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ হয়। একইভাবে বাধার সৃষ্টি হয় শিশুদের বিকাশ বৃদ্ধিতেও। তাই আগামীতে মাস্ক ব্যবহারের উপর গুরুত্বারোপ করে সকলের সচেতনতা আরও বাড়ানো জরুরী বলে মনে করেন পৌরসভার প্রধান নির্বাহী।
তিনি জানান, করোনা মহামারির সময় মেয়র মুজিবুর রহমানের নেতৃত্বে রেকর্ড সংখ্যক মানবিক কাজ করেছে কক্সবাজার পৌরসভা।
এসময় স্থানীয় কাউন্সিলর এম এ মনজুর, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ, ইউনিসেফ কক্সবাজার এর ওয়াশ অফিসার আশফাকুর রহমান সজিব ও দুস্থ সহায়তা কেন্দ্র (ডিএসকে) এর প্রজেক্ট ম্যানেজার শরিফ উল্লাহ ভুঁইয়া বক্তব্য রাখেন।
প্রসঙ্গত: পর্যায়ক্রমে কক্সবাজার পৌরসভার ১২টি ওয়ার্ডে এই ক্যাম্পেইন কার্যক্রম আয়োজন করা হবে বলে জানিয়েছেন দুস্থ সহায়তা কেন্দ্র (ডিএসকে) এর প্রজেক্ট ম্যানেজার শরিফ উল্লাহ ভুঁইয়া।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION