বুধবার, ২২ মে ২০২৪, ০৫:৪৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
তিন উপজেলায় ভোট:চকরিয়ায় সাঈদী, পেকুয়ায় রাজু, ঈদগাঁওতে আবু তালেব নির্বাচিত সংসদ নির্বাচনের পর এবার উপজেলা নির্বাচনেও হারল জাফর আলম কক্সবাজারে কিছু বিচ্ছিন্ন ঘটনার মধ্যদিয়ে নির্বাচন সম্পন্ন: নিহত ১, সড়ক অবরোধ যুদ্ধে অংশ নিতে চাপ:উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে বাংলাদেশি যুবক আহত যুক্তরাষ্ট্র আগেই জানিয়েছিল জেনারেল আজিজের বিরুদ্ধে পদক্ষেপের বিষয়ে ইরানের প্রেসিডেন্টের জানাজায় হাজার হাজার শোকাহত মানুষের ঢল প্রতিবেশী ন্যাটোর দেশগুলো চাইলে ইউক্রেনকে সাহায্য করতে পারেন:জেলেনস্কি মহেশখালীতে টমটম গাড়ির ধাক্কায়  শিশুর মৃত্যু কক্সবাজারের ৩ উপজেলার ভোট গ্রহণ চলছে চকরিয়ায় মহাসড়কে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ২ শিক্ষার্থীর

চকরিয়ার সেই সমাজসেবা কর্মকর্তা ও অফিস সহকারী বরখাস্ত

বিশেষ প্রতিবেদক:

চকরিয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা আমজাদ হোসেন ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মমতাজ বেগমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. খায়রুল আলম শেখ ও সমাজসেবা অধিদপ্তরের যুগ্মসচিব (পরিচালক প্রশাসন ও অর্থ) সৈয়দ মো. নুরুল বাসির স্বাক্ষরিত আলাদা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুষ নেয়ার একটি ভিডিও ভাইরাল হয়। এরপর সারাদেশে তোলপাড় শুরু হয়। তাছাড়া দেশের সব গণমাধ্যম গুরুত্ব দিয়ে প্রচার করার পর আমজাদ হোসেন ও মমতাজ বেগমের ঘুষ লেনদেন নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড় উঠে।

প্রজ্ঞাপন থেকে জানা যায়, চকরিয়ার উপজেলার হারবাং মধ্যম পহরচাঁদা এতিমখানার এতিম শিশুদের জন্য ক্যাপিটেশন গ্র্যান্ট বরাদ্দ দেওয়া হয় ১লাখ ৯২হাজার টাকা। এ টাকা পেতে উপজেলা সমাজসেবা অফিসার মো. আমজাদ হোসেন ও অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক মমতাজ বেগম এতিমখানার সভাপতি রফিকুল ইসলামের কাছ থেকে ৮০ হাজার টাকা ঘুষ চান। তিন দফা বৈঠক করার পর মমতাজ বেগমকে নগদ ৪০ হাজার টাকা ঘুষ দেওয়া হয়। ভিক্ষুকদের সেলাই মেশিন বিতরণের অফিস খরচের জন্য ৫ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। এ ছাড়া বয়স্ক ভাতা, বিধবা ভাতা, শিক্ষা উপবৃত্তি ও প্রতিবন্ধী ভাতা বই পেতে উপকারভোগীর কাছ থেকে ২ থেকে ৩ হাজার টাকা ঘুষ আদায় করতেন আমজাদ হোসেন ও মমতাজ বেগম। দুই কর্মকর্তার সাময়িক বরখাস্তের খবর জানতে চাইলে রফিকুল ইসলাম বলেন, ‘এতিমদের টাকার ওপর যাঁরা ভাগ বসায়, তাঁরা কী ভালো মানুষ। সমাজসেবা কার্যালয়ের সব গরীব লোকজনই যায, কিন্তু তাঁদের চুষে খাচ্ছে এ রকম কিছু কর্মকর্তা-কর্মচারী। সংশ্লিষ্ট দপ্তর দ্রুত সময়ে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া আমি খুশি।’

বরখাস্তের বিষয়ে জানতে চকরিয়া উপজেলা সমাজসেবা অফিসার মো. আমজাদ হোসেন ও অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক মমতাজ বেগমের কাছে বক্তব্য নিতে যোগাযোগ করা হয়। তাঁরা দুজনের মোবাইল ফোন বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এ ব্যাপারে বক্তব্য নিতে কক্সবাজার জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক হাসান মাসুদকে ফোন করা হলে রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION