সোমবার, ২৯ মে ২০২৩, ০৮:৫০ অপরাহ্ন
ভয়েস প্রতিবেদক:
“ স্মার্ট বাংলাদেশ ২০৪১: সবার জন্য স্মার্ট সেবা, জনগণের দোরগোড়ায় সেবার একযুগ ” এ প্রতিপাদ্যে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের ১যুগ পূর্তি উদযাপন উপলক্ষে কক্সবাজারে জেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচীর আয়োজন করা হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার জেলা প্রশাসনের শহিদ এটিএম জাফর আলম সম্মলন কক্ষে আলোচনা সভা,কেক কাটা,ডিজিটাল সেন্টারের কার্যক্রমের উপর নির্মিত ভিডিওচিত্র প্রদর্শনীসহ বিভিন্ন কর্মসূচী অনুষ্ঠিত হয়।
সকাল ১০টায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো মামুনুর রশীদ। তিনি বলেন, ২০১০ সালের ১১ নভেম্বর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্বোধন করেন। এর মাধ্যমে নাগরিকদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হয় ৬০ ধরণের সেবা।দেশের প্রান্তিক পর্যায়ে দ্রুততম সময়ে নাগরিক সেবার সুযোগ তৈরির ক্ষেত্রে এক উচ্চতায় পৌঁছে গেছে ডিজিটাল সেন্টারগুলো।এসব ডিজিটাল সেন্টারের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ গঠনের কার্যক্রম বহুগুণে এগিয়ে গেছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিভীষণ কান্তি দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিন আল পারভেজ,জেলা আওয়ামলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী,অতিরিক্ত পুলিশ সুপার মো মিজানুর রহমান, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুল ইসলাম,বিটিসিএল -এর সহকারি ব্যবস্থাপক হোসাইনুর রশীদ,জেলা ইউনিয়ন ডিজিটাল সেন্টার উদ্যোক্তা ফোরামের সভাপতি এম মিজানুর রহমানসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।
জেলা প্রশাসনের শিক্ষা ও আইসিটি বিভাগের সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মুনমুন পালের সঞ্চালনায় অনুষ্ঠিত এতে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের সার্বিক চিত্র তুলে ধরেন সেন্টারের উদ্যোক্তাগণ।এ সময় স্বাবলম্বী হতে পেরে ইউনিয়ন ডিজিটাল সেন্টার স্থাপন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশীর্বাদ বলে অনুভূক্তি ব্যক্ত করেন তারা।
সভায় জেলা প্রশাসনের পদস্থ কর্মকর্তা, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সহকারী প্রোগ্রামারগণসহ ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাবৃন্দ উপস্থিত ছিলেন।পরে ডিজিটাল সেন্টারের ১যুগ পূর্তির কেক কাটা হয়।
ভয়েস/আআ