সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

হোটেল সুগন্ধার মালিক নাগু কোম্পানির ইন্তেকাল

প্রেস বিজ্ঞপ্তি:

কক্সবাজার সদরের খুরুশকুলের কৃতিসন্তান, বিশিষ্ট শিল্পপতি আবু সুলতান প্রকাশ নাগু কোম্পানি ইন্তেকাল করেছেন।
ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন।
বৃহস্পতিবার (২৮ মে) সকাল পৌনে ৯ টার দিকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এর আগে তাকে হাসপাতালে নেয় স্বজনেরা।
নাগু কোম্পানি ৪ ছেলে ৩ মেয়ের জনক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।
আবু সুলতান প্রকাশ নাগু কোম্পানি হোটেল মোটেল জোনের সুগন্ধা পয়েন্টের হোটেল সুগন্ধার মালিক।
ডায়াবেটিস ও নিউমোনিয়ায় আক্রান্ত ছিলেন নাগু কোম্পানি।
তাকে প্রায় ‘অর্ধমৃত’ অবস্থায় হাসপাতালে নেয়া হয় বলে চিকিৎসকরা জানিয়েছেন।
তিনি করোনায় আক্রান্ত ছিলেন কিনা জানতে নমুনা নেয়া হয়েছে বলে জানান সদর হাসপাতালের আরএমও ডাঃ মোহাম্মদ শাহীন আবদুর রহমান চৌধুরী।
এদিকে, বিশিষ্ট ব্যবসায়ী নাগু কোম্পানির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন খুরুশকুল ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন জসিম।
এক শোক বার্তায় তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION