রবিবার, ১৩ Jul ২০২৫, ১২:২৮ অপরাহ্ন
আমি হামিদা বেগম, পিতাঃ মোহাম্মদ আমিন, মাতাঃ ছকিনা খাতুন। ঠিকানাঃ বড়ডেইল, বাহার ছড়ার, টেকনাফ-কক্সবাজার। আমি
গত ২৪ মার্চ ২০২০ইং ১০ লাখ টাকার কক্সবাজার নোটারীর পাবলিক কার্যালয়ে গিয়ে হলফনামা সম্পাদনে ইসলামী শরীয়াহ্ মতে
আবছার উদ্দিন, পিতাঃ বশির আহমদ, মাতাঃ আনোয়ারা বেগম, মারিষবনিয়া বাহারছড়া, টেকনাফ এর সহিত স্বেচ্ছায় বিবাহ সম্পন্ন করি। এই বিয়েতে বাধ সেধে স্থানীয় প্রভাবশালী ও প্রশাসন দ্বারা বরের পরিবারকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছেন এবং হুমকি ধমকি দিয়ে হয়রানী করে আসছে। বর এবং তাঁর পরিবারের কোন প্রকার এ বিয়েতে প্ররোচনা নেই।
আমরা দুজনের দাম্পত্যজীবন সুখের জন্য সকলের দোয়া কামনা করছি।
এড/ভয়েস/আআ