রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১২:৩১ অপরাহ্ন
ভয়েস প্রতিবেদক
দৈনিক কক্সবাজার বার্তার বিশেষ প্রতিবেদক এমএ সাত্তার ও তার পরিবারের অন্যান্য সদস্যের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলার প্রতিবাদে কক্সবাজার শহীদ মিনার চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ৪ জুন বিকাল ৪ টার দিকে কক্সবাজার সাংবাদিক সংসদ ও সদর প্রেসক্লাবের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।
সাংবাদিক সংসদ কক্সবাজার ও প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধনে সভাপতিত্ব করেন দৈনিক ইনকিলাবের কক্সবাজার অফিস প্রধান সিনিয়র সাংবাদিক শামসুল হক শারেক, প্রধান অতিথি সদর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান ও বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক সংসদ কক্সবাজার’র সভাপতি ও দৈনিক কক্সবাজার বার্তার বার্তা প্রধান এম এ আজিজ রাসেল। এ সময় বক্তব্য রাখেন সাংবাদিক শাহাদাত হোসেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন— সাংবাদিক জাহাঙ্গীর আলম শামস, জিকির উল্লাহ জিকু, মোহাম্মদ ফরিদ, আব্দুর রশিদ মানিক, মহিউদ্দিন মাহি, সিরাজুল ইসলাম, আশরাফ বিন ইউসুফ, নুরুল ইসলাম, এম এ সাগর, শাহাদাত উল্লাহ সহ বিভিন্ন পত্রিকার জেলা ও উপজেলা প্রতিনিধি।
মানববন্ধনে সাংবাদিকরা বলেন, যদি সাংবাদিক এম এ সাত্তার ও তার পরিবারের অন্যান্য সদস্যের বিরুদ্ধে মিথ্যে মামলা প্রত্যাহার করা না হয় তাহলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে। অবিলম্বে তাদের বিরুদ্ধে দায়ের করা ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান সাংবাদিকরা।
উল্লেখ্য, সাংবাদিক সাত্তারের পিতামাতার কবরের স্থান সুরক্ষা দেয়ালকে কেন্দ্র করে সৃষ্ট ঘটনার প্রায় আড়াই মাস পর গত ০৪ মে কক্সবাজার সদর থানায় পিএমখালীর ছনখোলা নয়াপাড়ার বাসিন্দা সাইফুল ইসলাম মিথ্যা মামলাটি দায়ের করেন।
ভয়েস/জেইউ।