সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ০১:০২ পূর্বাহ্ন
ভয়েস নিউজ ডেস্ক:
পাবনার বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে লাঞ্ছিত করার ঘটনায় বেড়া পৌরসভার মেয়র আব্দুল বাতেনকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের (পৌর শাখার) উপ-সচিব মোহাম্মদ ফারুক হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এ কথা জানানো হয়।
পাবনার জেলা প্রশাসক কবীর মাহমুদ চিঠি প্রাপ্তির সত্যতা স্বীকার করে বলেন, ‘এই চিঠির পরপরই তিনি পৌর মেয়রের দায়িত্ব হারিয়েছেন। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী প্যানেল মেয়র অথবা ইউএনও এই দায়িত্ব পাবেলন করবেন।’
॥ মেয়র আব্দুল বাতেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও পাবনা-১ (বেড়া- সুজানগর) আসনের জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুল হক টুকুর ছোট ভাই ॥
প্রসঙ্গত, সোমবার (১২ অক্টোবর) দুপুরে বেড়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটি ও উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভায় উপজেলা পর্যায়ের সব কর্মকর্তার সামনে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আনাম সিদ্দিকীকে লাঞ্ছিত করেন বেড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও বেড়া পৌরসভার বরখাস্তকৃত মেয়র আব্দুল বাতেন।
পরে ঘটনার বিস্তারিত উল্লেখ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা জেলা প্রশাসকসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিকট লিখিত অভিযোগ দেন।
পাবনা জেলা প্রশাসক কবীর মাহমুদ জানান, মাসিক সভায় পৌর মেয়র আব্দুল বাতেন কাজিরহাট ও নগরবাড়ি ঘাট ইজারা সংক্রান্ত একটি লিখিত রেজুলেশন অনুমোদনের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আনাম সিদ্দিকীকে চাপ প্রয়োগ করেন। বিষয়টি নীতিমালা বহির্ভূত হওয়ায় ইউএনও তা অনুমোদনে অস্বীকৃতি জানান। এতে ক্ষেপে গিয়ে মেয়র বাতেন তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। একই সঙ্গে অকথ্য ভাষায় গালিও দেন।
বিষয়টি সরকারের ঊর্ধ্বতন মহলে জানানো হলে বেড়া পৌরসভার মেয়র আব্দুল বাতেনকে মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
প্রসঙ্গত, বেড়া পৌর মেয়র আব্দুল বাতেনের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অসংখ্য অভিযোগ রয়েছে। সম্প্রতি বেড়ার ঢালারচর ইউপি চেয়ারম্যানের চাল চুরির ঘটনায় তার পক্ষে তদবির করায় দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে জেলা আওয়ামী লীগ তাকে উপজেলা আওয়ামী লীগের সভাপতিসহ সব পদ থেকে অব্যাহতি দেয়।
উল্লেখ্য, বেড়া পৌর মেয়র আব্দুল বাতেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও পাবনা-১ (বেড়া- সুজানগর) আসনের জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুল হক টুকুর ছোট ভাই। সূত্র:রাইজিংবিডি।
ভয়েস/জেইউ।