রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ০৮:৪৯ অপরাহ্ন
চট্টগ্রাম ব্যুরো:
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে শামিল হতে চট্টগ্রামে প্রতিবাদ মিছিল ও মানববন্ধন করেছে বিচারকরা। শনিবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় দামপাড়া পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সামনে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন আয়োজিত মানববন্ধনের পর প্রতিবাদ মিছিল করেন তারা।
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে এ মানববন্ধনে বিচারকরা বলেন, এই বিচারকরা শুধু বিচারই করে না, প্রতিবাদ মিছিলে অংশ নিতে জানে। জাতির পিতার প্রশ্নে কোনো আপোষ নেই। জাতির পিতার সম্মান রক্ষায় সকলকে একসঙ্গে কাজ করতে হবে।এসময় চট্টগ্রামে দায়িত্বরত জুডিশিয়াল সার্ভিসের সকল বিচারকরা উপস্থিত ছিলেন।
মানববন্ধন শেষে জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত বিভাগীয় ও জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের আয়োজিত প্রতিবাদ সমাবেশে যোগ দেন বিচারকরা।
ভয়েস/আআ