মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
নতুন আসা রোহিঙ্গাদের কারণে সংকটের চাপ আরও বাড়ছে-উপদেষ্টা ফারুক জানা গেল এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় গণঅভ্যুত্থানে নিহত ৭০৮ জনের তালিকা প্রকাশ, বাদ গেলে জানানোর অনুরোধ ছাত্র-জনতার রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ, ব্যর্থ হতে দেওয়া যাবে না: সালাহউদ্দিন রোহিঙ্গা সংকট বাংলাদেশের একার উদ্বেগের বিষয় নয়: কমনওয়েলথ মন্ত্রীদের বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা শেয়ার বাজারে কারসাজির কারণে সাকিবকে ৫০ লাখ টাকা জরিমানা তিন পার্বত্য জেলায় ৭২ ঘণ্টার অবরোধ শেষ হয়েছে , স্বাভাবিক হচ্ছে জনজীবন জাতীয় পরিচয়পত্র বাতিল জেনারেল আজিজের দুই ভাইয়ের “আমি নিশ্চিত, আমরা যদি একসঙ্গে কাজ করি, তাহলে আমাদের ব্যর্থ হওয়ার কোনো কারণ নেই” চকরিয়ায় ডাকাতের গুলিতে সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম নিহত: ৩ ডাকাত আটক

চসিকের মেয়র রেজাউলসহ কাউন্সিলররা শপথ নিলেন

ভয়েস নিউজ ডেস্ক;

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র মো. রেজাউল করিম চৌধুরী এবং কাউন্সিলররা শপথ নিয়েছেন।

গতকাল বৃহস্পতিবার সকালে গণভবন থেকে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ভার্চুয়ালি যুক্ত হয়ে মেয়র এম রেজাউল করিম চৌধুরীকে শপথ পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অপরদিকে নবনির্বাচিত কাউন্সিলরদের শপথ পাঠ করান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনপ্রতিনিধি হিসেবে দেশের মানুষের কল্যাণ করা, তাদের ভাগ্য পরিবর্তনে কাজ করা- এটাই যেন লক্ষ্য হয়। নতুন মেয়র রেজাউল করিম চৌধুরীকে ভার্চুয়ালি শপথ পাঠ করানোর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী করোনার মধ্যে সাহস করে ভোটকেন্দ্রে আসায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভোটারদের অভিনন্দন জানান। তিনি বলেন, সরকার চট্টগ্রামের উন্নয়নে যেসব পরিকল্পনা বাস্তবায়ন করছে তার সুফল ইতোমধ্যে মানুষ পেতে শুরু করেছে। শপথগ্রহণ অনুষ্ঠানে জনগণকে দেওয়া ওয়াদা পূরণে কাজ করার জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শেখ হাসিনা বলেন, নির্বাচন একবারেই শেষ হয়ে যায় না। মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন করতে পারলে বারবার নির্বাচিত হওয়া যায়, অন্য কিছু লাগে না- এটাই আমরা বিশ্বাস করি। আপনারা আজ শপথ নিয়ে নিজ নিজ এলাকার মানুষের কাছে যাবেন এবং সার্বিকভাবে যেসব উন্নয়নের কর্মসূচি আমরা হাতে নিয়েছি যথাযথভাবে সেগুলো যেন বাস্তবায়িত হয়। এখানে কোনো রকম ঘাটতি যেন দেখা না দেয় এবং যেন দ্রুত হয়- সেটাই আমরা চাই। তিনি বলেন, জনপ্রতিনিধি হিসেবে জনগণের কাছে আপনারা যে ওয়াদা দিয়ে এসেছেন আর আজ যে শপথ নিলেন সেটা মাথায় রেখেই মানুষের জন্য কাজ করবেন।
উল্লেখ্য, ২৭ জানুয়ারি চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. রেজাউল করিম চৌধুরী নৌকা প্রতীকে ৩ লাখ ৬৯ হাজার ২৪৮ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মেয়র প্রার্থী শাহাদাত হোসেন ধানের শীষ প্রতীকে পান ৫২ হাজার ৪৮৯ ভোট। পরে ৩১ জানুয়ারি নির্বাচিত মেয়রসহ ৫৫ জন নির্বাচিত প্রার্থীদের নাম-ঠিকানা সম্বলিত গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। এবারই প্রথম আওয়ামী লীগ সমর্থিত ও বিদ্রোহী মিলে আওয়ামী লীগের ৫৪ জন কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।

শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. হেলালুদ্দীন আহমদ, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার ফজলে নুর তাপস, মোছলেম উদ্দিন আহমদ এমপি, ড. আবু রেজা মুহাম্মদ নদভী এমপি, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ.জ.ম. নাছির উদ্দীন, উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, নগর আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট সুনীল সরকার, সিডিএর সাবেক চেয়ারম্যান ও নগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আবদুচ ছালাম, চট্টগ্রাম মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন, নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, শফিক আদনান, প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, সৈয়দ হাসান মাহমুদ শমসের, হাজী মো. হোসেন, বখতিয়ার উদ্দিন খান, সৈয়দ মাহমুদুল হক, নগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু, দেলোয়ার হোসেন খোকা, ফরিদ মাহমুদ, ইলিয়াছ উদ্দিন প্রমুখ।
শপথগ্রহণের পর নগর আওয়ামী লীগের নেতারাসহ মেয়র রেজাউল করিম চৌধুরীর নেতৃত্বে কাউন্সিলররা ৩২ নম্বর ধানমণ্ডিতে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।
আজ সকালে মেয়রের নেতৃত্বে নবনির্বাচিত কাউন্সিলর এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দ টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর মাজারে যাবেন এবং শ্রদ্ধা নিবেদন করবেন। সেখান থেকে রাতে কাউন্সিলররা চট্টগ্রামে ফিরে আসবেন। ১৩ ফেব্রুয়ারি নবনির্বাচিত মেয়র ঢাকায় জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করবেন। ১৪ ফেব্রুয়ারি সকালে সচিবালয়ে মন্ত্রী ও সচিবদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন। ১৫ ফেব্রুয়ারি সকাল ১১টায় নবনির্বাচিত মেয়র রেজাউল করিম চৌধুরী চট্টগ্রাম ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট হলে সাংবাদিকসহ চট্টগ্রামের সুধীজনদের সাথে মতবিনিময় করবেন। এরপর দুপুর ১ টায় তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনে গিয়ে মেয়রের দায়িত্ব নিবেন।

অনুভূতি প্রকাশ :

কাউন্সিলর জহরলাল হাজারী : আমাদের শপথগ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এবার নিজ নিজ এলাকার উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করার পালা। যেটা আজকের শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীও আমাদের উদ্দেশ্যে বলেছেন। আমরাও চাই প্রকৃত জনপ্রতিনিধি হয়ে জনগণের জন্য কাজ করতে। বিগত সময়েও আমরা কাজ করেছি। সামনে আরো ভালো কাজ করতে চাই। জনগণের সেবা করতে চাই।

হাসান মুরাদ বিপ্লব : অনুভূতি বলতে-আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়েছি। জনগণের পাশেই থাকতে চাই- সেবা করতে চাই। বিগত দিনেও জনপ্রতিনিধি হিসেবে এলাকার উন্নয়নের সার্বক্ষণিক চেষ্টা করেছি। আগামীতে আরও বেশি ভূমিকা রাখতে চাই-এলাকার উন্নয়নে এবং জনগণের সেবায়।

জহিরুল আলম জসীম : নিজের অনুভূতি সম্পর্ক বলেন, শত প্রতিকূলতাকে ডিঙিয়ে আবারো কাউন্সিলর হয়েছি। শপথ নিয়েছে। বলতে গেলে বেশ ভালোই লাগছে। আজকের দিনে আমি আমার এলাকার জনগণের প্রতি অশেষ কৃতজ্ঞ-তারা অনেক কষ্ট করে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আমি আজীবন তাদের পাশে থাকবো। আজকে শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আমাদের উদ্দেশ্যে বলেছেন- প্রকৃত জনপ্রতিনিধি হিসেবে এলাকার মানুষের পাশে থাকার জন্য। আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই উপদেশ অক্ষরে অক্ষরে পালন করবো। বিগতদিনগুলোতেও এলাকার উন্নয়নে সর্বাত্মক চেষ্টা করেছি। সব সময় এলাকার মানুষের পাশে থেকেছি। এজন্য তারা আবার আমাকে নির্বাচিত করেছেন।

রুমকি সেনগুপ্ত : প্রথমবারের মতো সংরক্ষিত তিন ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হয়ে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, আমি সর্বপ্রথম মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানাই-তিনি আমাদের মতো নারীদের তৃণমূল থেকে ক্ষমতায়নের সুযোগ করে দিয়েছেন। সেই সুযোগে আজ আমরা কাউন্সিলর নির্বাচিত হয়েছি। জনগণের জন্য কাজ করার সুযোগ পেয়েছি। আমি এলাকার জনগণকেও ধন্যবাদ জানাই- তারা কষ্ট করে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আমি তাদের কাছে কৃতজ্ঞ। এলাকার জনগণের জন্য নিজের সাধ্যমত কাজ করবো। সব সময় পাশে থাকবো।

পুলক খাস্তগীর : প্রথমবারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়েছি। শপথ নিয়ে খুব খুশি লাগছে। জনগণ আমাকে ভোট দিয়ে কাউন্সিলর নির্বাচিত করেছেন- আমি সব সময় তাদের পাশে থাকবো।  সুত্র: দৈনিক আজিদী।

ভয়েস/ জেইউ।

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION