সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ১১:৩১ পূর্বাহ্ন
ভয়েস নিউজ ডেস্ক:
করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি যথাযথভাবে না মানায় রাজধানীর এলিফ্যান্ট রোডে অবস্থিত “সানরাইজ প্লাজা” নামে একটি মার্কেট বন্ধ করে দিয়েছে পুলিশ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (রমনা জোন) এইচএম আজিমুল হক ঢাকা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন। বুধবার (১৩ মে) দুপুর সাড়ে ১২টার দিকে মার্কেটটি বন্ধ করে দেওয়া হয় বলে জানান তিনি।
তিনি বলেন, আমরা নিয়মিত মনিটরিং ও মার্কেট পরিদর্শন করছিলাম। এর আগে দু’দিনের মধ্যে সানরাইজ প্লাজা কর্তৃপক্ষকে স্বাস্থ্যবিধি অনুসরণের পাশাপাশি ডিসইনফেক্ট্যান্ট স্প্রে টানেল বসাতে বলা হচ্ছিল।
“নির্ধারিত সময়ের মধ্যে তারা যথাযথ ব্যবস্থা নেননি এবং টানেলও বসাননি। তাই করোনাভাইরাস সংক্রমণ থেকে জনগণকে সুরক্ষার স্বার্থে সানরাইজ প্লাজা বন্ধ করে দেওয়া হয়েছে।”
তবে, সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি অনুসরণ ও ডিসইনফেক্ট্যান্ট টানেল বসানো হলে মার্কেটটির কার্যক্রম পুনরায় চালু করা যাবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
উল্লেখ্য, নির্ধারিত কিছু নিয়ম মানার শর্তে ঈদ উপলক্ষে গত ১০ মে থেকে মার্কেট খোলা রাখা যাবে বলে সিদ্ধান্ত দেয় সরকার।
তবে বেশিরভাগ ক্ষেত্রেই ক্রেতা-বিক্রেতারা স্বাস্থ্যবিধি মানছেন না। ফলে, সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা করছেন অনেকেই। সূত্র:ঢাকা ট্রিবিউন।
ভয়েস/জেইউ।