রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ১১:১৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চকরিয়ায় মহাসড়কে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নারী-শিশুসহ নিহত-৫ ১০৭ রোহিঙ্গাকে ক্যাম্পে ফেরত পাঠাল বিজিবি গণভোট জাতীয় নির্বাচনের আগে অপ্রয়োজনীয় ও অযৌক্তিক: মির্জা ফখরুল জুলাই সনদের আইনি ভিত্তি ও নভেম্বরে গণভোট দাবিতে ইসির সামনে জামায়াতসহ ৮ দল সাগর পথে মালয়েশিয়া পাচারকালে নারী-শিশুসহ ২৬ রোহিঙ্গা উদ্ধার নির্বাচনের প্রস্তুতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক প্রধান উপদেষ্টার টেকনাফে ট্রলারসহ ৭ জেলেকে ধরে নিয়ে গেছে আরকান আর্মি ভুয়া জুলাইযোদ্ধাদের তালিকা প্রকাশ করল সরকার সোনাদিয়ায় সংরক্ষিত বনাঞ্চল ধ্বংসের ঘটনায় মামলা দায়ের কোনো কারণে জাতীয় নির্বাচন ‘সঠিক সময়ে না হলেও’ আগে গণভোট চায় জামায়াত

কক্সবাজার ভয়েস ডট কমের একবছর পূর্তির শুভেচ্ছা

সম্পাদকীয়
আজ সময়ের রথচক্র পেরিয়ে বহু ঘটনার সাক্ষী হয়ে এই অনলাইন নিউজ পোর্টালটি ১ বছর পার হলো। নিয়মিত প্রকাশ হওয়া তথা বিষয়টি যদি অনলাইন হয় সেটা তথ্য প্রযুক্তি ব্যবহার হওয়াতে প্রতিক্ষা নেই নতুন নতুনভাবে প্রকাশ হয়। একটি প্রিন্ট মিডিয়া নির্দিষ্ট সময় ধরে বেঁচে থাকে। কিন্তু অনলাইন মিডিয়ার মাধ্যমে প্রতি মিনিট প্রতিক্ষণেই পত্রিকা প্রকাশ হয়। যার জন্য পৃথিবীর মধ্যে দ্রুততম গতির প্রকাশ মিডিয়া হচ্ছে অনলাইন মিডিয়া। এই অনলাইন মিডিয়ার আপডেট গতির সামনে প্রিন্ট মিডিয়া অনেক দেশে হারিয়ে গেছে অথবা অনলাইন মিডিয়ায় পরিণত হয়েছে। এখন পৃথিবীসহ বাংলাদেশের প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার পাশাপাশি অনলাইন মিডিয়ার শাখা খুলে নিজেরদের প্রসার প্রচারকে ধরে রেখেছে। যার জন্য এখন অনলাইন মিডিয়া দ্রুততার সাথে প্রথম সারিতে চলে আসছে।

দেশের ও বিশ্ব পরিসরে সংবাদপত্র, জার্নাল, ইলেকট্রনিক মিডিয়াসহ অন্যান্য সংবাদ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যম আমরা খেয়াল করে আমরা সিদ্ধান্ত নিলাম আমাদের সার্মথ্য ও পরিধি চিন্তা করে অনলাইন হিসেবে মিডিয়ার ক্ষেত্রে এগিয়ে যাবো। অনলাইন চিন্তাটা এসেছে বিশ্ব ব্যবস্থার তথ্য প্রযুক্তি চিন্তা ধরে। পৃথিবীর পথে যাত্রা করার মাধ্যমে যেমন একটা প্রতিদ্বন্দ্বিতার বিষয় থাকে সে রকম নিজেদের শক্তি এবং নতুন চিন্তার বিষয়টাকে সামনে রেখে। সামান্য অবস্থান নিয়ে আমরা যাত্রা শুরু করেছিলাম। প্রকাশক, সাংবাদিক আবদুল আজিজের একান্ত শ্রমসাধ্য এবং ব্যয়সাপেক্ষ প্রচেষ্টা, কক্সবাজার ভয়েস ডট কমকে একটা জায়গায় নিয়ে যায়। নিজে সম্পাদক হিসেবে কাজ করার সময়ে একটি কঠিন অসুখ আমাকে তিনমাস চিকিৎসাধীন থাকতে হয়। পরবর্তী আরো তিনমাস বিশ্রাম নেওয়াসহ প্রায় ৬ মাস আমি কোন কাজ করতে পারিনি। এরই মধ্যে আবদুল আজিজ এতে কিন্তু মনোবল না হারিয়ে অনেকটা এককভাবে কয়েকজন সহকর্মীকে নিয়ে কক্সবাজার ভয়েস ডট কমকে টেনে নিয়ে গেছে। নিজে জনপ্রিয় ইলেকট্রনিক চ্যানেল একুশে টেলিভিশনসহ বিভিন্ন পত্র-পত্রিকায় কাজ করা সাথে সাথে পারিবারিক বিভিন্ন অসুবিধার মধ্যেও থেকে সে নিরলসভাবে কাজ করে গেছে। পত্রিকার প্রযুক্তি ব্যয়সহ বিভিন্ন ব্যয় কষ্টকর হলেও সে থামেনি। স্মিত হেসে হেসে অসাধারণ প্রত্যয় এবং পরিশ্রম করে পত্রিকাকে বাঁচিয়ে রেখেছে।

এক বৎসর পার হয়ে গেলেও কক্সবাজার ভয়েস ডট কম কিন্তু এগিয়েছে বীরদর্পে। প্রতিদিন, প্রতিক্ষণেই আপডেট নিউজ প্রকাশ করা, বিভিন্ন লেখা ফিচার প্রকাশ করাসহ বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং প্রকাশে নিরন্তর কাজ করেছে কক্সবাজার ভয়েস ডট কম। আজ ১ম বছর পূর্তির লগ্নে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি সংশ্লিষ্ট সাংবাদিক, শুভান্যুধ্যায়ীসহ অসংখ্য পাঠক এবং গণমানুষকে। যাঁরা কোন না কোন অবস্থান থেকে অনলাইন পত্রিকাটিকে সেবা সহায়তা দিয়ে প্রতিদিনই কোন না কোন পাঠক সৃষ্টি হয়েছে এবং হচ্ছে। আমরা চেষ্টা করবো শুধুমাত্র সংবাদ প্রকাশ নয়Ñশিল্প সাহিত্য, তথ্য-প্রযুক্তি, খেলাধুলা, বিনোদনসহ জীবনের নতুন নতুন অধ্যায় এবং চিন্তাধারা সমূহ সংযুক্ত করবো। দ্বিতীয় বছরের শুরুতে সারাবিশ্বের সাথে সাথে বাংলাদেশকে অভিশপ্ত করোনা ভাইরাস আঘাত হেনেছে। প্রতিদিনই দেশে-বিদেশে মৃত্যুর মিছিল সময় এবং অবস্থানকে দুর্বল করে ফেলেছে। এই অবস্থা মিডিয়ার সাথে সাথে সমস্ত বিশ্বকে থমকে দিয়েছে। কখন যে অবস্থা স্বাভাবিক হয় সেটাই হবে জীবনের এবং মানবজাতির শ্রেষ্ঠ উপহার। আমরা মিডিয়াকর্মী হিসেবে মনোবল অটুট রেখে দুর্যোগের মধ্যে নতুন ভবিষ্যৎকে মনে রেখে কাজ করে যাচ্ছি।

কক্সবাজার ভয়েস ডট কম. সমগ্র পৃথিবীর দুঃসময় এবং দুর্দিনের মধ্যে যারা জীবন হারিয়েছেন তাদের আত্মার শাস্তি কামনা এবং যারা বিভিন্ন অসুস্থতায় ভুগছেন তাদের রোগমুক্তি কামনা করছি। এই সময়ের বর্ষপূর্তিতে আমরা সকল পাঠক, লেখক, সাংবাদিক, শুভানুধ্যায়ী ও জনগণকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আগামী দিনের আমাদের কাজে ও গতিধারায় সকলের সহযোগিতা কামনা করছি।
“সাংবাদিকতা বদলে দেবে নতুন পৃথিবী” এই মননে আমাদের পথচলা। সমগ্র পৃথিবীর সুস্থতা নতুন জীবনের পথ চলায় কক্সবাজার ভয়েস ডট কমের জেগে থাকা এই স্বপ্ন সফল ও সার্থক হোক।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION