মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০২:১৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

ভাসানচর থেকে পালিয়ে আসা ৩ শিশুসহ ১০ রোহিঙ্গা মীরসরাইয়ে আটক

চট্টগ্রাম ব্যুরো:

নোয়াখালীর ভাসানচর থেকে পালিয়ে আসা ৩ শিশুসহ ১০ জন রোহিঙ্গাকে আটক করেছে মিরসরাইয়ের জোরারগঞ্জ থানা পুলিশ। এসময় রোহিঙ্গাদের পালাতে সাহায্যকারী দালাল চক্রের তিন সদস্যকেও আটক করা হয়। রোববার (৩০ মে) দিবাগত মধ্যরাতে তাদেরকে উপজেলার ইছাখালী এলাকা থেকে আটক করা হয় বলে জানিয়েছেন জোরারগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হেলাল উদ্দিন। আটক রোহিঙ্গারা হলেন- নূরজাহান বেগম (২০), রেহানা আক্তার (১৯), আছিয়া বেগম (১৮), নূর খাইয়াছ (২৫), মিনারা বেগম (২০), মনিয়া বেগম (২০), কহিনা আক্তার (৩২), জিসান (১০), জান্নাতুল নাঈমা (৮) ও জেসমিন আক্তার (১২)।

আটক দালাল চক্রের সদস্যরা হলেন- নোয়াখালীর সুবর্ণচরের বেলাল হোসেন (২৮), একই এলাকার মো. জুয়েল (২০) ও সন্দ্বীপের দিদারুল আলম (২১)।
হেলাল উদ্দিন বলেন, দালাল চক্রের সাহায্যে সাগর পাড়ি দিয়ে জোরারগঞ্জ হয়ে চট্টগ্রাম যাওয়ার সময় তাদের আটক করা হয়। আটককৃত রোহিঙ্গারা সকলেই নারী। এদের মধ্যে তিনজন শিশু রয়েছে। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে দুটি মামলা করেছে। এর মধ্যে একটি দালাল চক্রের বিরুদ্ধে মানবপাচার আইনে এবং অন্যটি অভিবাসী আইনে পালিয়ে আসা রোহিঙ্গাদের বিরুদ্ধে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION