বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫, ০৭:১২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

স্কুল পড়ুয়া মেয়েকে বাঁচাতে হতদরিদ্র রিক্সাচালক বাবার আকুতি

ভয়েস প্রতিবেদক, উখিয়া:

উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের চাকবৈঠা গ্রামের বাসিন্দা হতদরিদ্র রিক্সাচালক মাহবুবুল আলম এর স্কুল পড়ুয়া মেয়ে উম্মে হাবীবা (১৪) ব্লাড ক্যান্সারে আক্রান্ত। উম্মে হাবীবা রাজাপালং ইউনিয়নের চাকবৈঠা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীতে পড়ুয়া ছাত্রী।

গত মার্চ মাসে উম্মে হাবিবার অসুস্থতা দেখা দেওয়ায় প্রথমে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন।কক্সবাজার সদর হাসপাতালের চিকিৎসায় কিছুটা সুস্থ হলেও চট্টগ্রামে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক।

চট্টগ্রাম পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন ব্লাড ক্যান্সার সনাক্ত হলে চিকিৎসক বলেন, দ্রুত চিকিৎসা করা না হলে বিপন্ন হতে পারে মেয়েটির জীবন।একজন সাধারণ রিক্সাচালক বাবার পক্ষে ব্লাড ক্যান্সারের চিকিৎসার ব্যয়ভার বহন করা অসম্ভব।
তাই সমাজের বিত্তশালী, দানশীল, হৃদয়বান, রাজনৈতিক নেতৃবৃন্দ, চেয়ারম্যান, মেম্বার ও সরকারের তহবিল থেকে ব্লাড ক্যান্সারে আক্রান্ত স্কুল ছাত্রী উম্মে হাবীবার জীবন বাঁচাতে সাহায্যের আবেদন জানিয়েছেন অসহায় পিতা মাহবুবুল আলম।

আসুন আমরা স্কুল ছাত্রী উম্মে হাবীবার পাশে দাঁড়াই। সকলের দোয়া ও সহযোগীতাই বেঁচে যেতে পারে উম্মে হাবীবার জীবন।

সহযোগিতা পাঠাতে, অসহায় পিতা মাহবুবুল আলম- 01820082089 (বিকাশ পার্সোনাল)।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION