রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ১১:১৩ পূর্বাহ্ন
ভয়েস প্রতিবেদক (২৭ এপ্রিল):
কক্সবাজার ভয়েস ডট কমের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানিয়েছেন কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইকবাল হোসাইন। এক শুভেচ্ছা বার্তায় কক্সবাজার ভয়েসের সঙ্গে জড়িতদের সফলতা কামনা করে তিনি বলেছেন, ‘কক্সবাজার ভয়েস ডট কম শুধু কক্সবাজার জেলা নয়, আগামীতে দেশের গন্ডি পেরিয়ে বহির্বিশ্বে বাংলাভাষীদের মনে স্থান করে নেবে। কারণ, কক্সবাজার ভয়েসের সংবাদ পরিবেশনায় বস্তুনিষ্ঠতা রয়েছে। কক্সবাজার ভয়েস হউক গণমানুষের।’
কক্সবাজারের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘কক্সবাজার ভয়েস ডট কম’র প্রথম প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। হাজারো নিউজপোর্টালের ভিড়ে এই নিউজ পোর্টালটি সংবাদে প্রতিনিয়ত বস্তুুনিষ্ঠতা ধরে রেখেছে। সরকারের উন্নয়ন কর্মকান্ড থেকে শুরু করে জেলা পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সব ধরনের
সংবাদ পরিবেশন করে সহযোগিতা করে যাচ্ছে। আজকের এই শুভ দিনে ‘কক্সবাজার ভয়েস ডট কম’র সঙ্গে জড়িতদের সফলতা ও সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করছি। আমি আশা প্রকাশ করছি, নিউজ পোর্টালটি আগামীতে শুধু কক্সবাজার জেলা নয়, দেশের গন্ডি পেরিয়ে বহির্বিশ্বে বাংলাভাষীদের মনে স্থান করে নেবে এমনটি প্রত্যাশা করছি।
শুভেচ্ছান্তে-
মোহাম্মদ ইকবাল হোসাইন
অতিরিক্ত পুলিশ সুপার, কক্সবাজার জেলা পুলিশ।