বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫, ০৩:২৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

মগনামায় ইউনিয়ন আ’লীগ ও পরিষদের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন 

ভয়েস প্রতিবেদক, পেকুয়া:
গভীর শ্রদ্ধা ও শোকে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে পেকুয়া উপজেলাস্থ মগনামা ইউনিয়ন আ’লীগ ও ইউনিয়ন পরিষদ।
এ উপলক্ষে রবিবার (১৫ আগস্ট) দুপুরে মগনামাস্থ শাহ রশিদিয়া আলিম মাদ্রাসা হল রুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। তার আগে গভীর শ্রদ্ধায় জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
তরুণ আ’লীগ নেতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরাফত উল্লাহ চৌধুরী ওয়াসিমের সভাপতিত্বে অনুষ্ঠিত শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, পেকুয়া উপজেলা আ’লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আবু হেনা মোস্তফা কামাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব আবুল কাশেম।
উপজেলা আ’লীগের প্রবীণ নেতা মাস্টার মোঃ সালাউদ্দিন এর পরিচালনায় উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জেলা আ’লীগ নেত্রী উম্মে কুলসুম মিনু, শাহ রশিদিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ নুর, উপজেলা আ’লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য আফতাব উদ্দিন বাবুল, আ’লীগ নেতা সাইফু উদ্দিন খালেদ, সদর ইউনিয়ন আ’লীগের সভাপতি আজম খান, আ’লীগ নেতা সাইফুদ্দিন খালেদ, মগনামা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক রশিদ আহমদ, উপজেলা যুবলীগের সাধারণ মোঃ বারেক ও উপজেলা শ্রমিকলীগের সভাপতি নুরুল আবছার।
এসময় আবু হেনা মোস্তফা কামাল বলেন, ওয়াসিমের মত একজন তরুণ নেতা আ’লীগে খুব প্রয়োজন। কারণ তিনি সব সময় দলীয় নেতাকর্মীদের পাশে থেকেছেন। চেয়ারম্যান হিসাবে তিনি ইতোমধ্যে সাধারণ জনগণের মাঝে জনপ্রিয় হয়ে ওঠেছেন কর্ম ও সহযোগিতা দিয়ে।
আবুল কাশেম বলেন, ইউনিয়নের মধ্যে মগনামা ইউপিতে আ’লীগ ও পরিষদের উদ্যোগে ১৫আগস্ট জাতীয় শোক দিবসের বিশাল আয়োজনের জন্য ধন্যবাদ জানাচ্ছি। একটা কথা না বললে নয়, অসহায় মানুষ যখন সমস্যায় পড়েছে তখন চেয়ারম্যান ওয়াসিম সাড়া দিয়েছেন। তার মত একজন তরুণ নেতা আ’লীগে খুব প্রয়োজন।
চেয়ারম্যান ওয়াসিম বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর অনুসারী হতে কোন দল লাগেনা। কিন্তু আমি জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন ও জনগণের প্রতি ভালবাসা দেখে আ’লীগে যোগ দিয়েছি। চকরিয়া-পেকুয়ার মাননীয় সাংসদ আলহাজ্ব জাফর আলম মহোদয়ের নেতৃত্বে পেকুয়ার সিনিয়র আ’লীগ নেতাদের সাথে নিয়ে কাজ করে যেতে চাই।
পরে চেয়ারম্যান শরাফত উল্লাহ চৌধুরী ওয়াসিমের উদ্যোগে আগত দলীয় নেতা ও স্থানীয় নেতাকর্মীদের খাবার পরিবেশন করা হয়।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION