শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ১১:০২ অপরাহ্ন
ভয়েস প্রতিবেদক:
মুক্তিযুদ্ধের সংগঠক, কক্সবাজার প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও জেলার প্রথম দৈনিক পত্রিকা দৈনিক কক্সবাজারের সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলামের অবস্থা সংকটাপন্ন। শুক্রবার (৩ সেপ্টেম্বর) তাঁকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়েছে।তিনি প্রায় দুই সপ্তাহ আগে করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রাম শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।মোহাম্মদ নুরুল ইসলামের ছেলে কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি সাংবাদিক মো. নজিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
এদিকে জেলার প্রবীণ এই সংগঠক মোহাম্মদ নুরুল ইসলামের শারীরিক অবস্থার অবনতির বিষয়টি জানাজানি হবার পর জেলার বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান রোগ মুক্তিতে দোয়া চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন।
প্রবীণ সাংবাদিক মোহাম্মদ নুরুল ইসলাম দীর্ঘদিন জেলার রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃত্বে দিয়ে আসছেন। তিনি কক্সবাজার জেলা আওয়ামী লীগের উপদেষ্টা। ১৯৯২ সালে তাঁর সম্পাদনায় জেলার প্রথম দৈনিক পত্রিকা ‘দৈনিক কক্সবাজার’ বের হয়। এর আগে তিনি সাপ্তাহিক কক্সবাজার বার্তা ও স্বদেশবাণী সম্পাদনা করেন। জেলার প্রবীণ এই সাংবাদিক নেতার বড় ছেলে কক্সবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক কক্সবাজারের পরিচালনা সম্পাদক মোহাম্মদ মুজিবুল ইসলাম, মেজ ছেলে নজিবুল ইসলাম ও ছোট ছেলে জেলা আওয়ামী লীগ নেতা ড. মোহাম্মদ আশরাফুল ইসলাম সজীব সবার কাছে বাবার সু্স্থতার জন্য দোয়া চেয়েছেন।
ভয়েস/আআ