শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ১০:৪৬ অপরাহ্ন
প্রেস বিজ্ঞপ্তি:
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, কক্সবাজারে প্রতীথযশা সাংবাদিক, কক্সবাজার প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, দৈনিক কক্সবাজার পত্রিকার সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলামের মৃত্যু শোক প্রকাশ করেছেন জেলার জনপ্রিয় নিউজ পোর্টাল কক্সবাজার ভয়েস ডট কম পরিবার।
এক শোক বার্তায় কক্সবাজার ভয়েস ডট কমের উপদেষ্টা সম্পাদক আবু তাহের, প্রধান সম্পাদক ও প্রকাশক আবদুল আজিজ, সম্পাদক বিশ্বজিত সেন, বার্তা সম্পাদক জিকির উল্লাহ জিকু, বিশেষ প্রতিবেদক এমএ সাত্তার ও পরিবারের সদস্যরা
বিবৃতিতে সাংবাদিক সংসদ কক্সবাজারের নেতৃবৃন্দ বলেন, কক্সবাজারের সাংবাদিকতা ও উন্নয়ন, সমৃদ্ধি ও পর্যটন কক্সবাজারকে যারা বিশ্বের বুকে ছড়িয়ে দিয়েছেন তাদেরই অগ্রজ সৈনিক এই মোহাম্মদ নুরুল ইসলাম। তিনি কক্সবাজারের সাংবাদিকতাকে সমৃদ্ধির পাশাপাশি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নিজের যৌবন উৎসর্গ করেছেন। সাংবাদিক মোহাম্মদ নুরুল ইসলামের মৃত্যুতে কক্সবাজারবাসী একজন সজ্জন, মানবতাবাদী ও দরদী একজন মানুষকে হারিয়েছেন।
ভয়েস/আআ