বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫, ০১:২৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

টেকনাফ নোহা-মাইক্রো মালিক সমিতির কমিটি গঠিত

আব্দুস সালাম, টেকনাফ:
টেকনাফ উপজেলা রেন্ট-এ-কার নোহা মাইক্রো মালিক সমবায় সমিতির কমিটি গঠন করা হয়েছে।টেকনাফ উপজেলা রেন্ট-এ-কার, নোহা ও মাইক্রো মালিক সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচন/২০২১ উপলক্ষ্যে অদ্য ১০/০৯/২০২১ইং তারিখে ব্যবস্থাপনা কমিটির নির্বাচন ১জন সভাপতি,১জন সহ-সভাপতি,১জন সম্পাদক,১জন কোষাধ্যক্ষ ও ৫ সদস্য সমবায় আইন/০১ (সংশোধিত/০২,১৩) এবং সমবায় বিধিমালা /০৪ এর আলোকে সর্বসম্মতিক্রমে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত ঘোষণা করা হইল এবং সমবায় সমিতি বিধিমালা/০৪ এর ৩৪(৫) বিধির আলোকে নিম্নবর্ণিত ভাবে নির্বচনী ফলাফল বিবরণী দাখিল করা হইল।
এম এ হাম জালাল সভাপতি বিনা প্রতিদ্বন্ধিতায় নিবার্চিত, ফরিদ আলম সহ-সভাপতি বিনা প্রতিদ্বন্ধিতায় নিবার্চিত, মো. রফিক সম্পাদক বিনা প্রতিদ্বন্ধিতায় নিবার্চিত,হেলাল উদ্দিন কোষাধ্যক্ষ বিনা প্রতিদ্বন্ধিতায় নিবার্চিত,সাজেদুল করিম মার্কিন সদস্য বিনা প্রতিদ্বন্ধিতায় নিবার্চিত,মো.আরিফ উল্লাহ সদস্য বিনা প্রতিদ্বন্ধিতায় নিবার্চিত,সাইফুল ইসলাম সদস্য বিনা প্রতিদ্বন্ধিতায় নিবার্চিত,জাহেদ হোছন পুতু সদস্য বিনা প্রতিদ্বন্ধিতায় নিবার্চিত,নুরুল ইসলাম বাবুল সদস্য বিনা প্রতিদ্বন্ধিতায় নিবার্চিত করা হয়।
টেকনাফ উপজেলা রেন্ট-এ-কার, নোহা ও মাইক্রো মালিক সমবায় সমিতি লিঃ ও নির্বাচন পরিচালনা কমিটি/২০২১ এর সভাপতি ও উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক মনির আহমদ এবং সদস্য জিয়াবুল হোসেন, আহমদ মিয়া তিন বছরের জন্য উক্ত কমিটি গঠন করেন।
রবিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে কমিটি গঠন উপলক্ষে অত্র সমিতির কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। নব-গঠিত টেকনাফ উপজেলা রেন্ট-এ-কার, নোহা ও মাইক্রো মালিক সমবায় সমিতি লিঃ এর সভাপতি এমএ হাম জালালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. রফিকের পরিচালনায় এক সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন অত্র সমিতির সম্মানিত সদস্য জিয়াবুল হোসেন,নব গঠিত কমিটির সহ-সভাপতি ফরিদ আলম প্রমূখ। এসময় অত্র সমিতির অন্যান্য সদস্যরা ও গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
সভা শেষে নব-গঠিত কমিটিকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন অন্য সদস্যরা।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION