বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫, ০১:২৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

ড. রেজোয়ান সিদ্দিকীর সাথে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার নেতাদের মতবিনিময়

প্রেস বিজ্ঞপ্তি:

দেশের প্রখ্যাত কলামিষ্ট, লেখক ও সাংবাদিক, বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক এবং জাতীয় দৈনিক দিনকালের সম্পাদক ও দেশের প্রথম সারির বুদ্ধিজীবী ড. রেজোয়ান সিদ্দিকীর সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেছেন সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার এর নেতারা।

সোমবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজার শহরের একটি রেষ্টুরেন্টে এই মতবিনিময় সভা অনুষ্টিত হয়।

এই মতবিনিময় সভায় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের অধিকার আদায় নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়।

তিনি বলেন, দেশের রাজনৈতিক পরিস্থিতি এখন অন্ধকারে ডুবে আছে। এই পরিস্থিতি থেকে উত্তরণের পথও যেন অন্ধকারে ঢেকে আছে।

তার মতে, দেশে এখন কথা বলার মতোও পরিস্থিতি নেই। সংবাদপত্রের স্বাধীনতা কেবল কাগজে আছে বাস্তবে নেই।

ওই সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন – বিএফইউজে’র সাবেক সহকারি মহাসচিব ও দৈনিক নয়াদিগন্তের কক্সবাজার ব্যুরো প্রধান এডভোকেট জিএএম আশেক উল্লাহ, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার এর সভাপতি মমতাজ উদ্দিন বাহারী, সহ-সভাপতি নুরুল ইসলাম হেলালী, সাধারণ সম্পাদক আনছার হোসেন, প্রচার সম্পাদক বেদারুল আলম, দৈনিক ইনকিলাবের বিশেষ প্রতিনিধি শামসুল হক শারেক, দৈনিক আলোকিত বাংলাদেশ জেলা প্রতিনিধি এএইচ সেলিম উল্লাহ, কক্সবাজার নিউজ ডটকমের বার্তা সম্পাদক ইমাম খাইর, দৈনিক নয়াদিগন্ত জেলা সংবাদদাতা গোলাম আজম খান, ইউনিয়ন সদস্য খোরশেদ আলম হেলালী, আতিকুর রহমান মানিক প্রমূখ।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION