EDITOR
- ২৮ সেপ্টেম্বর, ২০২১ /

ভয়েস প্রতিবেদক:
জাতিসংঘ কর্তৃক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘মুকুট মণি’ উপাধি পাওয়ায় ‘টুয়াক আনন্দ উৎসব’ ও ট্যুর অপারেটরস্ এসোসিয়েশন অব কক্সবাজার (টুয়াক) এর নব নির্বাচিত নবম কার্যকরী পরিষদের শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত সোমবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশেক উল্লাহ রফিক এমপি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাংসদ আশেক উল্লাহ রফিক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নানা ধরণের প্রকল্পের মাধমে কক্সবাজারকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তারই অংশ হিসেবে পর্যটনখাতে ব্যাপক উন্নয়ন করে যাচ্ছে। কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানের উন্নীত করে কক্সবাজারের পর্যটন খাতকে বিশ্ব দরবারে আরো উঁচু জায়গায় নিয়ে গেছেন।
তিনি বলেন, কক্সবাজারের পর্যটন খাতকে ভালো অবস্থানে ধরে রেখেছে ট্যুর অপারেটররা। এক্ষেত্রে টুয়াকের ভূমিকা অনন্য। পর্যটন সেবাকে বেগমান করে পর্যটকদের কাছে কক্সবাজারকে ইতিবাচক করে রেখেছে টুয়াক। টুয়াকের এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে সকল সহযোগিতা থাকবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ—সভাপতি রেজাউল করিম, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুজ্জামান, হোটেল—মোটেল গেস্ট হাউস মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কাশেম সিকদার, টুয়াকের উপদেষ্টা মুফিজুর রহমান।
টুয়াকের ফাউন্ডার চেয়ারম্যান এম এ হাসিব বাদলের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, টুয়াকের সহকারী নির্বাচন কমিশনার কামরুল হাসান, টুয়াকের সাবেক সভাপতি তোফায়েল আহমদ, প্রতিষ্ঠাতা সভাপতি এসএম কিবরিয়া খান, সাবেক সাধারণ সম্পাদক আসাফ উদ দৌলা আশেক, মেরিনড্রাইভ হোটেল—মোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক মুকিম খান, হোটেল মোটেল অফিসার্স এসোসিয়েশনের সভাপতি সুবীর চৌধুরী। অনুষ্ঠান উপস্থাপনা করেন টুয়াকের পর্যটন ও পার্বত্য বিষয়ক সম্পাদক তৌহিদুল ইসলাম তোহা।
ট্যুর অপারেটরস্ এসোসিয়েশন অব কক্সবাজার (টুয়াক) নব নির্বাচিতদের শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক আবুল মনসুর। শপথ বাক্য পাঠ করেন ট্যুর অপারেটরস্ এসোসিয়েশন অব কক্সবাজার (টুয়াক) এর নব নির্বাচিত সভাপতি আনোয়ার কামাল, সাধারণ সম্পাদক এ.কে.এম মুনিবুর রহমান টিটু, সিনিয়র সহ-সভাপতি হোসাইন ইসলাম বাহাদুর, সহ-সভাপতি ইফতিকার আহমদ, চৌধুরী, সহ-সভাপতি তোফাইল উদ্দিন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আল-আমিন বিশ্বাস তুষার, সহ-সাধারণ সম্পাদক আকতার নুর, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আরিফ, অর্থ সম্পাদক মো. নুরুল আলম রনি, দপ্তর সম্পাদক ফারুক আজম, পর্যটন ও পার্বত্য বিষয়ক সম্পাদক তৌহিদুল ইসলাম তোহা, আন্তর্জাতিক পর্যটন ও সমাজ কল্যাণ সম্পাদক মোঃ হানিফ, মিডিয়া ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ মোছা, আইসিটি, প্রশিক্ষণ ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ ইদ্রিস আলী, কার্যকরী সদস্য যথাক্রমে মোঃ জামাল উদ্দিন, এস.এম শাহ আলম ও সাঈফ সুলতান।
পরে আগত অতিথিদের সম্মানে নৈশভোজের আয়োজন করা হয়। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠান সম্পন্ন হয়।
ভয়েস/আআ