বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫, ০৪:০২ পূর্বাহ্ন
প্রেস বিজ্ঞপ্তি:
সম্মিলিত সাংস্কৃতিক জোট, কক্সবাজার আয়োজিত ৩ দিনব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলা ২০২১ উদ্বোধন হবে আজ মঙ্গলবার (২৮ ডিসেম্বর)। বিকাল ৩ টায় কক্সবাজারের ঐতিবাহি পাবলিক লাইব্রেরীর শহীদ দৌলত মাঠে জাতীয় সংগীত পরিবেশনের সাথে সাথে জাতীয় পতাকা ও স্বাধীন বাংলার পতাকা উত্তোলনের
মধ্যদিয়ে উদ্বোধন হবে এ আয়োজন। বেলুন ও কবুতর উত্তোলনের পর শুরু হবে উদ্বোধনী সাংস্কৃতিক অনুষ্ঠান।
এতে উদ্বোধক হিসেবে থাকবেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রিয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা। উদ্বোধনের পর বিজয় মেলা উদযাপন পরিষদের মহাসচিব মো. নজিবুল ইসলাম বক্তব্য রাখবেন। এরপর সমবেত কন্ঠে
পরিবেশন হবে জয় বাংলা বাংলার জয় গানটি। এর পর বিজয় মেলা উদযাপন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বক্তব্য রাখবেন। এরপর সমবেত কন্ঠে তুমি বাংলার ধ্রুবতারা গান ও সমবেত নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে শেষ হবে উদ্বোধনী পর্ব।
সন্ধ্যা সাড়ে ৫ টায় একই মঞ্চে শুরু হবে দ্বিতীয় পর্বের অনুষ্ঠান। জয়
বাংলা বাংলার জয় ও তুমি বাংলার ধ্রুবতারা গাণ পরিবেশষ, সায়ন্তন ও সায়ন্তির কবিতা আবৃত্তির পর চলছে আলোচনা পর্ব। আলোচনা পর্বে সভাপতিত্বে করবেন সম্মিলিত সাংস্কৃতিক জোট কক্সবাজারের সভাপতি সত্যপ্রিয় চৌধুরী দোলন। এতে প্রধান অতিথি থাকবেন, মুক্তিযুদ্ধের গবেষক ও মুক্তিযুদ্ধের
ঐক্যের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মেজর (অবঃ) এস.এম শামসুল আরেফীন। প্রধান আলোচক থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অধ্যাপক শিরীন আখতার। বিশেষ অতিথি থাকবেন
সংসদ সদস্য পংকজ দেবনাথ। স্মৃতি চারণ করবেন বীর মুক্তিযোদ্ধা মোজাফ্ফর
আহমদ। অনুষ্ঠানে জাসদ নেতা মোহাম্মদ হোসেন মাসু, সাংবাদিক নেতা মো. মুজিবুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল, প্যানেল মেয়র হেলাল
উদ্দিন কবির, জেলা যুবলীগ সভাপতি সোহেল আহমদ বাহাদুর, জেলা যুবলীগ সাধারণ সম্পাদক শহীদুল হক সোহেল, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারুফ আদনান সহ
স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন বিজয় মেলা উদযাপন পরিষদের কো- চেয়ারম্যান ও কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল।
প্রথম দিন মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবে ঝিনুক মেলা খেলা ঘর, ধ্রুবতারা, সত্যেন সেন শিল্পীগোষ্ঠী, দরিয়ানগর সাংস্কৃতিক কেন্দ্র, মিউজিক হাব, কক্সবাজার আর্ট ক্লাব।
ভয়েস/আআ