রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ১২:৫৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

উখিয়ায় করোনায় প্রথম রোহিঙ্গার মৃত্যু

বিশেষ প্রতিবেদক:
উখিয়ায় করোনায় আক্রান্ত হয়ে প্রথম রোহিঙ্গার মৃত্যু হয়েছে। গত (৩০ মে) রাতে কক্সবাজাররে উখিয়া ‘এমএসএফ’ হাসপাতালে ওই রোহিঙ্গা মারা যান। এ ঘটনায় আরো ৯জন রোহিঙ্গাকে আইসোলেসনে পাঠিয়েছে কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়। মৃত্যু হওয়া রোহিঙ্গা উখিয়ার কুতুপালং রেজিট্রেশন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। মৃত্যু হওয়ার রোহিঙ্গার পরিচয় প্রকাশ না করলেও তার বয়স ৭১ বছর বলে জানিয়েছেন কক্সবাজার কক্সবাজার অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ের প্রধান স্বাস্থ্য সমন্বয়কারি ডা. আবু তোহা এম আর এইচ ভূঁইয়া।

তিনি জানান, উখিয়ার কুতুপালং রেজি: ক্যাম্পের একটি ব্লকে করোনা উপসর্গ নিয়ে ৭১ বছর বয়সী এক রোহিঙ্গা অসুস্থ হয়। পরে ৩০ মে ওই রোহিঙ্গা ঘরে মারা যান। এরপর তার নমুনা সংগ্রহ করে কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে পাঠানো হয়। মঙ্গলবার (২ জুন) উপসর্গ নিয়ে মারা যাওয়া রোহিঙ্গার করোনা ভাইরাস আক্রান্ত ছিলেন বলে রিপোর্ট আসে। মৃত্যুবরণ করা রোহিঙ্গাকে স্বাস্থ্যবিধি মেনেই দাফন করা হয়েছে বলেও জানান তিনি।

কক্সবাজার সিভিল সার্জন ডা: মাহবুবুর রহমান সত্যতা নিশ্চিত করে জানান, মারা যাওয়া রোহিঙ্গা বৃদ্ধ করোনা উপসর্গ নিয়ে স্থানীয় হাসপাতালে ভর্তির চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে পরিক্ষার জন্য তার নমুনা সংগ্রহ কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে পাঠানো হলে তার করোনা পজিটিব আসেন। এ কারণে মৃত রোহিঙ্গার সংস্পর্শে আসা ৯ জন রোহিঙ্গাকে চিহ্নিত করা হয়েছে। তাদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে এবং বর্তমানে সবার শারীরিক অবস্থা ভাল রয়েছে।

উল্লেখ্য, কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ৩৪টি আশ্রয় শিবিরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন মোট ৩৫ জন রোহিঙ্গা। তারমধ্যে উখিয়ার কুতুপালং ক্যাম্পে একজন মৃত্যুবরণ করেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION