বুধবার, ০৯ Jul ২০২৫, ০৫:২১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
শহর গ্রামে বেড়েছে চোরের উপদ্রব মহেশখালীর সব্বির আহমেদ, আব্দুল জলিল ও মৌলানা ইলিয়াসের মৃত্যুতে ডক্টর হামিদুর রহমান আযাদের শোক হোয়াইট হাউসের ধন্যবাদ পেল পাকিস্তানের সেনাপ্রধান ‘ভালো’ বলা পর্যবেক্ষকদের আগামী নির্বাচনে পর্যবেক্ষণে না নেয়ার ইঙ্গিত সিইসির এসএসসির ফল প্রকাশ ১০ জুলাই দুপুর ২টায় প্রধান উপদেষ্টা ও তাসনিম জারাকে নিয়ে কটুক্তিকারী মেকানিক রেজাউল বরখাস্ত হিমছড়ি সৈকতে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু কক্সবাজারে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি পালিত টানা বৃষ্টিতে কক্সবাজারে অর্ধশতাধিক গ্রামে জলাবদ্ধতা: দুর্ভোগে লক্ষাধিক মানুষ সময় থাকতে যত্ন নিন দাঁতের

পর্যটন শিল্প বিকাশে সবাইকে এগিয়ে আসতে হবে-এডিএম আবু সুফিয়ান

ভয়েস প্রতিবেদক:
কক্সবাজারের পর্যটকদের উন্নত সেবা প্রদানের লক্ষ্যে ও পর্যটন শিল্পের উন্নয়নে হোটেল কর্মকর্তাদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালার শুরু হয়েছে। মঙ্গলবার (১২ এপ্রিল) বিকালে হোটেল গ্যালাক্সি রিসোর্টের সম্মেলন কক্ষে হোটেল মোটেল গেস্ট হাউস মালিক সমিতির উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান।
উদ্বোধনকালে তিনি বলেন, ‘কক্সবাজার দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যটন জেলা। তাই পর্যটন শিল্প বিকাশে সবাইকে এগিয়ে আসতে হবে। এছাড়া পর্যটন সেবায় নিয়োজিতদের সুষ্ঠু ব্যবহার এবং সেবা দিয়ে পর্যটকদের আকৃষ্ট করতে পারে, তাহলে পর্যটন শিল্পের প্রসারতা বাড়বে।’
তিনি আরও বলেন, ‘হোটেলের রুম যতোই সাজসজ্জা করা হোক না কেন যদি হোটেল কর্মকর্তা—কর্মচারীরা পর্যটকদের কাঙ্খিত সেবা দিতে না পারে তাহলে সেই সাজসজ্জা বৃথা।’
হোটেল—মোটেল গেস্ট হাউস মালিক সমিতির সভাপতি আলহাজ¦ আবুল কাসেম সিকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সেলিম নেওয়াজের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি আবু তাহের চৌধুরী, টুয়াক সভাপতি আনোয়ার কামাল, কলাতলী—মেরিন ড্রাইভ হোটেল—মোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক মুকিম খান, হোটেল মোটেল গেস্ট হাউস অফিসার্স এসোসিয়েশনের সভাপতি সুবীর চৌধুরী ও সাধারণ সম্পাদক কলিম উল্লাহ কলিম।
বক্তারা বলেন, ‘কক্সবাজারের পর্যটন শিল্প বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে হোটেল মোটেল গেস্ট হাউস মালিক সমিতি। পর্যটকদের সেবার মান বৃদ্ধি করতেই এই কর্মশালার আয়োজন। যার মাধ্যমে হোটেল—মোটেলে কর্মকর্তারা আরও দক্ষ হয়ে ওঠবে। এই ধারা অব্যাহত রাখা প্রয়োজন।’
৭ দিনব্যাপি এই কর্মশালায় হোটেল—মোটেল থেকে বাছাইকৃত ৩০ জন কর্মকর্তা অংশ নিচ্ছেন। কর্মশালায় দেশসেরা প্রশিক্ষকরা তাদের প্রশিক্ষণ দিবেন।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION