শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ০৩:৪১ পূর্বাহ্ন
প্রেস বিজ্ঞপ্তি:
কক্সবাজারে দেশের অন্যমত সংবাদ ভিত্তিক টেলিভিশন চ্যানেল ২৪ এর ১০ বছর পূর্তি পালন করা হয়েছে। “দশে আমরা, দেশের তরে” এ শ্লোগানে মঙ্গলবার (২৪ মে) দুপুরে কক্সবাজারে প্রেসক্লাবে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, কক্সবাজারের পুলিশ সুপার মো.
হাসানুজ্জামান, কক্সবাজার প্রেসক্লাব ও কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. মুজিবুল ইসলাম, বিএফইউজের কেন্দ্রিয় সদস্য আবদুল কুদ্দুস রানা, কক্সবাজার পৌরসভার প্যানেল মেয়র শাহেনা আকতার পাখি।
চ্যানেল ২৪ এর কক্সবাজার প্রতিনিধি নুপা আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে ফুল দিয়ে শুভেচ্ছা এবং চ্যানেল ২৪ এর শুভ কামনা জানিয়ে অংশ নেন, সাংবাদিক ইকরাম চৌধুরী টিপু, মাইন উদ্দিন হাসান শাহেদ, মোহাম্মদ জুনাইদ, দীপক শর্মা দীপু, ফরহাদ ইকবাল, আহসান সুমন, নেছার আহমদ, সুজাউদ্দিন রুবেল, কামরুল ইসলাম মিন্টু, সফিউল আলম, তৌহিদুল ইসলাম, সাইফুল ইসলাম, শাহ
নিয়াজ, শাহাদাত হোসেন, মনতোষ বেদজ্ঞ, লোকমান হাকিম, মুহিব উল্লাহ, তারেকুর রহমান, শিপন পাল, জেলা খেলাঘরের সাধারণ সম্পাদক এম জসিম উদ্দিন, প্রগতি লেখক সংঘের আহবায়ক কবি জাহেদ সরওয়ার, শিক্ষক প্রতিনিধি সাইফুল কবীর সাইকী, টেকনাফ উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, পর্যটন ব্যবসায়ী বেলাল আবেদীন ভূট্টো, চিত্র সাংবাদিক রোতাব
চৌধুরী, মো. মামুন, হেলাল উদ্দিন, মো. ফরাজ, বাবু দে, আবদুর রহিম, কামরুল হাসান, সোহেল সহ নানা শ্রেণী-পেশার মানুষ। পুরো অনুষ্ঠানে সহযোগিতা করেন, চ্যানেল ২৪ এর ক্যামেরাপার্সন মোহাম্মদ রাসেল।
ভয়েস/আআ