বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ০২:২৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

‘হাওয়া’র সঙ্গে জয়া!

বিনোদন ডেস্ক:
ছোটপর্দার পরীক্ষিত নির্মাতা মেজবাউর রহমান সুমনের প্রথম চলচ্চিত্র ‘হাওয়া’ দেশের ২৪টি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে শুক্রবার। এরইমধ্যে ছবিটির ট্রেলার ও গান ব্যাপক সাড়া ফেলেছে। শুধু তাই নয়, এখন থেকে ছবিটির টিকিট সংকট দেখা যাচ্ছে। আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে এ চলচ্চিত্রের সঙ্গে যুক্ত আছেন দুই বাংলার জনপ্রিয় ও মেধাবী অভিনেত্রী জয়া। ‘হাওয়া’র সঙ্গে নিজের সংশ্লিষ্টতা জানাতে আজ বৃহস্পতিবার রাতে মাছরাঙা টেলিভিশনে সঞ্চালক হিসেবে হাজির হচ্ছেন জয়া।

‘হাওয়া আড্ডা’ নামে বিশেষ অনুষ্ঠান উপস্থাপনা করেছেন জয়া। আর এ আয়োজনের মধ্য দিয়ে দীর্ঘদিন পর উপস্থাপক হিসেবে দেখা যাবে তাকে। এ প্রসঙ্গে জয়া বলেন, ‘উপস্থাপনা বা সঞ্চালনা নয়, যেহেতু আমি ‘হাওয়া’ চলচ্চিত্র টিমের সবাইকে ব্যক্তিগতভাবে চিনি-জানি, সে জায়গা থেকে ক্যামেরার সামনে আড্ডা দিয়েছি; ভীষণ ভালো একটি সময় কেটেছে’।

‘হাওয়া আড্ডা’ অনুষ্ঠানে জয়ার সঙ্গে আড্ডায় অংশ নিয়েছেন পরিচালক মেজবাউর রহমান সুমন, অভিনেতা চঞ্চল চৌধুরী, অভিনেত্রী নাজিফা তুষি, চিত্রগ্রাহক কামরুল হাসান খসরু, সংগীত পরিচালক ইমন চৌধুরী, আবহ সংগীত পরিচালক রাশিদ শরীফ শোয়েব ও ‘সাদা সাদা কালা কালা’ গানের গায়ক আরফান মৃধা শিবলু। জয়া আহসান বলেন, ‘পরিচালক মেজবাউর রহমান সুমনের সঙ্গে আমার ক্যারিয়ারের উল্লেখযোগ্য কিছু কাজ রয়েছে। যেমন: তারপরও আঙুরলতা নন্দকে ভালোবাসে, ফেরার পথ নেই থাকে না কোনো কালে, শহরতলির আলো, তারপর পারুলের দিন, সাদা জামা স্মিতা এইসব, জ্যোৎস্না রশিদ, মিথ্যা তুমি দশ পিঁপড়া ইত্যাদি। তাছাড়া চলচ্চিত্রে আমার প্রথম প্রযোজনা ‘দেবী’-তে মেজবাউর রহমান সুমনের ফেইসকার্ড প্রডাকশনের অকৃত্রিম সহযোগিতা পেয়েছি।

সেই কৃতজ্ঞতাবোধ থেকে সুমন ও ফেইসকার্ড যখনই আমাকে ডাকবেন, আমি এবং আমার প্রযোজনা সংস্থা সি তে সিনেমা’কে সবসময়ই পাশে পাবেন। ‘হাওয়া আড্ডা’ প্রচারিত হবে আজ রাত ১০টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে। ছবিটিতে আরও অভিনয় করেছেন শরিফুল রাজ, সোহেল মন্ডল, সুমন আনোয়ার, নাসিরউদ্দিন খানের মতো দক্ষ অভিনেতারা।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION