সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ০৯:১১ অপরাহ্ন
নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্যের ওয়ালিডং পাহাড়ে টহল দিচ্ছেন সে দেশের নিরাপত্তা বাহিনীর সদস্যরা। আজ মঙ্গলবার সকালে ছবি: প্রথম আলোর থেকে নেওয়া ভয়েস নিউজ ডেস্ক:
বান্দরবান ও রাঙামাটির পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে জঙ্গি ও বিচ্ছিন্নতাবাদী সংগঠনের সঙ্গে যুক্ত থাকার দায়ে ১০ জনকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার (২০ অক্টোবর) তাদের গ্রেফতার করা হয়। র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আনম ইমরান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল্ম হিন্দাল শারক্বিয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাত জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিন জনকে গ্রেফতার করা হয়। অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো সম্ভব হবে।
ভয়েস/আআ