মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ০৫:৫৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

‘উরফি জানে- যত খোলা শরীর, তত বাজার’

বিনোদন ডেস্ক:

কখনো সুইম স্যুট, কখনো আবার ব্লেড কিংবা সেফটিপিন দিয়ে তৈরি পোশাক, রোজই নতুন ফ্যাশনে দেখা যায় উরফি জাভেদকে। ফ্যাশন সেন্সই লাইমলাইটে এনেছে উরফিকে। তার ফ্যাশন সেন্স নজর কেড়েছে খোদ রণবীর সিংয়ের মতো তারকারও। আর এবার উরফিকে নিয়ে মুখ খুললেন মডেল, অভিনেত্রী সোফিয়া হায়াত। উরফিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন সোফিয়া। তার কথায়, উরফি জানে, কিভাবে শরীর দেখিয়ে নজরে থাকা যায়, আলোচনায় থাকা যায়।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সোফিয়া হায়াত বলেন, ‘মেয়েদের নিয়ে মানুষ একটু বেশিই ভণ্ডামি করে। উরফি দুটো কারণে এটা করতে পারে, এক ও প্রচুর টাকা রোজগার করতে চায়, কারণ বলিউডের মানসিকতাই এটা। কিংবা উরফি লাইমলাইটে থাকতে চায়, আর ও জানে শরীর দেখিয়ে কিভাবে নজর ঘোরানো যায়।’ সোফিয়া জানান, ‘টপলেস’ শব্দটি ব্যবহারে তার আপত্তি রয়েছে। কারণ এই শব্দটি ভুলভাবে ব্যবহৃত হচ্ছে। টপলেস অর্থ উন্মুক্ত স্তন। তাই এই শব্দটি ব্যবহার করে অল্পবয়সী যুবকদের মাথা ঘোরানোর চেষ্টা চলছে বলে মনে করেন সোফিয়া।

সোফিয়া আরো বলেন, ‘এ দেশে টাকা এবং খ্যাতি নৈতিকতার থেকেও বেশি গুরুত্ব পায়। বিগ বসে থাকাকালীন আমি ফাইনালে অংশ নিইনি, কারণ আমার কাছে টাকা আর খ্যাতির থেকেও নৈতিকতা বড়। উরফিও তার শরীর অশ্লীলভাবে প্রদর্শন করছে না। যে পুরুষরা উরফিকে দেখতে পছন্দ করছেন, তারাই আবার নগ্নতার নামে ভ্রু কুচকাবেন। সেটা একাবারেই তাদের সমস্যা। আমি কখনোই উরফির বিরুদ্ধে নয়। ইনস্টাগ্রামে বিকিনি ছবি পোস্ট করলে স্বাভাবিকভাবেই লাইক, ভিউ, হিট বেশি আসবে।’

সোফিয়ার কথায়, ‘মানুষ শরীর নিয়ে বড় বেশি আসক্ত। পোশাকের ভেতরে কী আছে, তা নিয়েই কৌতূহলী, অথচ অন্তরআত্মা নিয়ে কারো এত আগ্রহ নেই।’ সূত্র : টাইমস নাও, জুম

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION