রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ০৫:১১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

ভুল গণিত ক্লাসের ভিডিও ভাইরাল হলো যেভাবে

ভয়েস নিউজ ডেসস্ক:

করোনাভাইরাসের কারণে দেশের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এ অবস্থায় শিক্ষার্থীদের পড়াশোনায় যাতে বিঘ্ন না ঘটে সে জন্য সংসদ টেলিভিশনে ক্লাস নেওয়ার ব্যবস্থা করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।অধিদপ্তর থেকে জারিকরা রুটিন অনুযায়ী ক্লাস নিচ্ছেন নির্ধারিত শিক্ষকরা। সেই মোতাবেক একজন শিক্ষিকা তৃতীয় শ্রেণির গণিত ক্লাস নিচ্ছিলেন এমন একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে দেখা যায়, তিনটি সংখ্যা- ৪১৬, ২৫৯ ও ৩৯ যোগ করে দেখানো হয়। এর যোগফল হওয়ার কথা ৭১৪। কিন্তু ওই শিক্ষিকা সেখানে যোগফল দেখান ৬৮৪।

ওই যোগফলের ভিডিও এবং ছবি পরবর্তীতে সামজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে এটি নিয়ে অনেকে নানা আলোচনা-সমালোচনা করছেন।বিষয়টি নিয়ে কথা হয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. ফসিউল্লাহর সঙ্গে।

বুধবার তিনি বলেন, তৃতীয় শ্রেণীর অংক ক্লাসে যোগফল করতে ভুল করেছেন। বিষয়টি আমাদের নজরে এসেছে, আমরা ভুলের কারণ জানতে চেয়েছি। ভুলবশত এটি হয়েছে বলে এই শিক্ষক জানিয়েছেন।

মহাপরিচালক বলেন, তৃতীয় শ্রেণীর ক্লাসটি সংশোধন করে আমরা পুনরায় প্রচার করার ব্যবস্থা করব। পাশাপাশি ভবিষ্যতে সবাইকে ভুল থেকে সতর্ক থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

করোনাভাইরাসের প্রকোপে শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি থাকায় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শ্রেণি কার্যক্রম টেলিভিশন এবং অনলাইনে প্রচার করা হচ্ছে। ষষ্ট থেকে দশম শ্রেণি পর্যন্ত মাধ্যমিকের শ্রেণি কার্যক্রম সংসদ টেলিভিশনে সম্প্রচার শুরু হয় গত ২৯ মার্চ থেকে।আর প্রাথমিকের ক্লাস সংসদ টেলিভিশনে শুরু হয় গত ৭ এপ্রিল থেকে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION