সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ০২:৪৪ অপরাহ্ন
বিনোদন ডেস্ক:
শোবিজ তারকারা সারা বছর দর্শকদের বিনোদনের জন্য কাজ করেন। কিন্তু তারা কীসে বিনোদিত হন? তা জানাতেই এই আয়োজন
সত্যি সারা বছর অভিনয়, মডেলিং আর স্টেজ-শো নিয়ে এতটাই ব্যস্ত থাকি যে, নিজের জন্য সেভাবে সময় পাই না। যখনই একটু অবসর পাই তখনই আমার নিজের যত্ন নিতে হয়। শারীরিক ফিটনেস, সৌন্দর্যচর্চা এগুলোও একজন শিল্পীর জন্য সমান জরুরি। তবে এই কাজগুলো আমাকে আনন্দ দেয়। নিজেকে নিজে ভালোবাসতে না পারলে অন্যরাও আপনাকে ভালোবাসবে না। এ কথা আমি বরাবরই মেনে চলি। এতো গেল ছোট অবসরের কথা। আর একটু লম্বা সময় হাতে পেলে পরিবার নিয়ে ঘুরতে চলে যাই। প্রতি বছরই দু-একটি দেশে ঘুরতে যাই আমরা। সম্প্রতি মালদ্বীপ থেকে ঘুরে এলাম। আর গতকালই দুবাই থেকে ফিরলাম। দুবাই ম্যারিনা হোটেল ভিজিট করেছি। অসাধারণ একটি জায়গা। প্রতিদিনে নিজেকে একটু একটু করে পরিবর্তন করলেই দিনটি আপনার সেরা একটি দিন হবে। প্রতিটি দিনের মধ্যেই রয়েছে সুন্দর হওয়ার সুযোগ। দুবাই মিরাকল গার্ডেনে ফ্রেমবন্দি হওয়া ছবিটিও ভক্তদের সঙ্গে ভাগাভাগি করে নিয়েছি। বুর্জ খলিফা ও দুবাই মল ঘুরেছি। দুবাইয়ের ঐতিহাসিক স্থান আল সেফ থেকেও ছবি পোস্ট করেছি। বছরজুড়েই সিনেমার কাজ নিয়ে ব্যস্ত থাকতে হবে। তাই বিবাহবার্ষিকী ও নিজের মতো করে নতুন বছরের কিছুদিন কাটিয়ে নিলাম। আজ থেকে ‘মানুষ’ সিনেমার শ্যুটিং করছি। সঞ্জয় সমাদ্দর পরিচালিত সিনেমাটিতে আমার নায়ক কলকাতার সুপারস্টার জিৎ।
ভয়েস/আআ