বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৯:২৩ পূর্বাহ্ন
বন্যহাতির এই দলটি খাবারের সন্ধানে এসে রাতভর পার্কের অভ্যন্তরে পশুখাদ্যের বাগানে অবস্থান করে আসছে। অবশ্য ভোর হলেই ফের গহীণ জঙ্গলে ফিরেও যাচ্ছে। ছবি সংগৃহীত।
ভয়েস নিউজ ডেস্ক:
জলদি রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ জানান, যথাযথ নিয়ম অনুযায়ী আবেদন করলে সরকারের পক্ষ থেকে নিহতের পরিবারকে ক্ষতিপূরণ দেয়া হবে। চট্টগ্রামের বাঁশখালীতে বন্যহাতির আক্রমণে এক কৃষক নিহত হয়েছেন।
উপজেলার চাম্বল ইউনিয়নের জঙ্গল চাম্বল এলাকায় মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।নিহত ৪৮ বছর বয়সী নুরুল ইসলাম চাম্বল এলাকার বাসিন্দা।
জলদি রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ জানান, মঙ্গলবার দুপুরে বন্যহাতির আক্রমণে তার মৃত্যু হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানা যায়নি। মৃত্যুর পর তার মরদেহ বাসায় নিয়ে আসা হয়েছে।তিনি আরও জানান, যথাযথ নিয়ম অনুযায়ী আবেদন করলে সরকারের পক্ষ থেকে নিহতের পরিবারকে ক্ষতিপূরণ দেয়া হবে।
ভয়েস/আআ