সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ০৪:৩৫ অপরাহ্ন
খেলাধুলা ডেস্ক:
পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি ও পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে পাকিস্তান সফরে যাবে নিউ জিল্যান্ড। এই সফরকে সামনে রেখে আগেই টি-টোয়েন্টি দল ঘোষণা করেছিল নিউ জিল্যান্ড ক্রিকেট। সোমবার তারা ১৫ সদস্যের ওয়ানডে দল ঘোষণা করেছে। এই দলকে নেতৃত্ব দিবেন টম লাথাম।
যদিও পাকিস্তানের বিপক্ষে লম্বা এই সফরে নিউ জিল্যান্ড পাচ্ছে না কেন উইলিয়ামসন (আইপিএল খেলতে গিয়ে ইনজুরি), টিম সাউদি, লোকি ফার্গুসন, গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার ও ফিন অ্যালেনের মতো অভিজ্ঞ, হার্ট হিটার ও তারকা ক্রিকেটারদের।
তবে ড্যারিল মিচেল, ম্যাট হেনরি, জেমস নিশাম, হেনরি নিকোলস ও ইশ সোধিকে পাচ্ছে ব্ল্যাক ক্যাপসরা। তাদের পাশাপাশি নিউ জিল্যান্ড দলে যুক্ত করেছে নতুন মুখ বেন লিস্টার ও কোল ম্যাককনচিকে। পাকিস্তান সফরে তাদের অভিষেক হয়ে যেতে পারে।
পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ১৪ এপ্রিল। শেষ হবে ২৪ এপ্রিল। এরপর ২৬ এপ্রিল থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ। শেষ হবে ৭ মে।
এই সফরে অভিজ্ঞ ক্রিকেটাররা না থাকলেও সবশেষ পাকিস্তান সফরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভালো কিছু করতে চায় নিউ জিল্যান্ড। যেমনটা বলেছেন কোচ গ্যারি স্টিড, ‘গেল মৌসুম হোম অ্যান্ড অ্যাওয়ে সিরিজে পাকিস্তানের বিপক্ষে দারুণ কিছু ম্যাচ খেলেছি আমরা। তাদের বিপক্ষে আপনি যেখানেই খেলেন না কেন, তার সব সময়ই কঠিন প্রতিপক্ষ। কিন্তু চলতি বছরের শুরুতে পাকিস্তানের মাটিতে আমাদের ওয়ানডে সিরিজ থেকে আমরা অনেক কিছু শেখার সুযোগ পেয়েছিলাম। ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে তাদের বিপক্ষে খেলার অভিজ্ঞতা আমাদের বেশ কাজে দিবে।’
নিউ জিল্যান্ডের ওয়ানডে স্কোয়াড:
টম লাথাম (অধিনায়ক), টম ব্লান্ডেল, চাদ বোয়েস, ম্যাট হেনরি, বেন লিস্টার, কোল ম্যাককনচি, অ্যাডাম মিলনে, ড্যারিল মিচেল, জিমি নিশাম, হেনরি নিকোলস, রাচিন রবীন্দ্র, হেনরি শিপলে, ইশ সোধি, ব্লেয়ার টিকনার ও উইল ইয়াং।
ভয়েস/আআ