সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ১২:৪৮ অপরাহ্ন
খেলাধুলা ডেস্ক:
লিওনেল মেসির সঙ্গে পিএসজির চুক্তি শেষ হচ্ছে জুনে। সেটা নবায়ন হবে কি না, সেই সিদ্ধান্ত ঝুলে আছে। তবে শেষ পর্যন্ত প্যারিসের সাথে এই আর্জেন্টাইন সম্পর্ক চুকিয়ে ফেলেন, তবে তার নতুন ঠিকানা কোথায় হবে? এমন প্রশ্নের জবাবে উঠে আসছে তার সাবেক ক্লাব বার্সেলোনার নাম। তবে নাম উঠেছে এশিয়ান ক্লাবেরও।
সৌদি আরবের ক্লাব আল হিলালে যেতে পারেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে।
ক্রিশ্চিয়ানো রোনালদো আল-নাসরে যোগ দেওয়ার পর সৌদি লিগের পরবর্তী লক্ষ্য এখন মেসিকে সেখানে নেওয়া। আনুষ্ঠানিকভাবে না বললেও আর্জেন্টাইন মহাতারকাকে পেতে আল হিলাল রেকর্ড পরিমাণ বেতনের প্রস্তাব ইতোমধ্যে দিয়ে রেখেছে।
যদিও সম্প্রতি মেসির পরবর্তী গন্তব্য হিসেবে বারবার সামনে এসেছে বার্সেলোনার নাম। তবে দলবদলের বাজারে শেষ কথা বলে কিছু নেই; আর তাই মেসির সৌদি আরবে যাওয়ার সম্ভাবনাও এখনো শেষ হয়ে যায়নি। অন্তত সৌদি আরবের অনেকে সমর্থকই বিশ্বাস করেন, মেসি শেষ পর্যন্ত মরুর দেশেই আসছেন।
আল-ইত্তিফাকের কোচ আন্তোনিও কাজোরলা স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কাকে দেওয়া সাক্ষাৎকারে মেসির সৌদি লিগে যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে কথা বলেন।
তিনি বলেছেন, ‘এটা নিয়ে এখানে অনেক কথা হচ্ছে। আমি জানি না কী হবে। তবে আমি নিশ্চিত, মেসি কিংবা আরও বড় অনেক তারকাকে আনতে তারা জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।’
মেসির সৌদি আরবে খেলতে আসার ব্যাপারে অনেকে আত্মবিশ্বাসী জানিয়ে কাজোরলা আরও বলেছেন, ‘এখানে সমর্থক ও সংবাদমাধ্যম—দুই পক্ষই বিশ্বাস করে, তারা ঠিক পথেই আছে এবং তারা তাকে নিয়ে আসতে পারবে।’
ভয়েস/আআ