সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ০৩:১১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

আনচেলত্তিকে পাওয়ার আশা ছাড়ছে না ব্রাজিল

খেলাধুলা ডেস্ক:

কার্লো আনচেলত্তিকে ব্রাজিল তাদের নতুন কোচ বানাতে বদ্ধপরিকর। রিয়াল মাদ্রিদ কোচ ক্লাবের সঙ্গে বর্তমান চুক্তি শেষ না করে এক পা-ও নড়বেন না জানিয়ে দেওয়ার পরও আশা ছাড়ছে না পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশনের (সিবিএফ) প্রেসিডেন্ট এডনাল্ডো রদ্রিগেজ শেষ চেষ্টা চালাবেন দলের আসন্ন ইউরোপ সফরে।

আগামী ১৭ জুন স্পেনে গিনির বিপক্ষে খেলবে ব্রাজিল। তিন দিন পর লিসবনে তাদের প্রতিপক্ষ সেনেগাল। প্রথম প্রীতি ম্যাচ খেলতে গিয়ে আনচেলত্তি ও রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের সঙ্গে কথা বলবেন রদ্রিগেজ।

রিও ডি জেনিরোতে সিবিএফ সদর দফতরে একটি সংবাদ সম্মেলনে রদ্রিগেজ বললেন, ‘এখন তিনিই আমাদের মূল পরিকল্পনায় আছেন এবং ইউরোপে আসন্ন সফরে আমরা আরও পরিষ্কার হতে পারবো।’

এই সফর ব্রাজিলের কোচ নির্ধারণে গুরুত্বপূর্ণ মনে করেন তিনি, ‘এই সফর হবে আমাদের জন্য (ভবিষ্যৎ কোচ নির্ধারণে) খুবই গুরুত্বপূর্ণ। আমি আনচেলত্তি ও রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্টের সঙ্গে কথা বলতে আগ্রহী। তারপরই বলা সম্ভব হবে এটা ঘটবে নাকি ঘটবে না।’

রদ্রিগেজ বুঝতে পারছেন, চুক্তি থাকায় আনচেলত্তির জন্য ব্রাজিলে আসা কঠিন। তিনি বলেন, ‘সমস্যা হলো চুক্তি, কেউই এটা ভাঙতে চায় না। আমাদের পরিকল্পনা বাস্তবায়নে আমরা আমাদের সামর্থ্যের সবটুকু করছি।’

বিশ্বকাপ থেকে বিদায়ের পর কোচহীন ব্রাজিল। অনূর্ধ্ব-২০ দলের কোচ র‌্যামন মেনেজেসের অধীনে তারা মার্চে মরক্কোর সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলেছিল। এই মাসে ইউরোপিয়ান মাটিতে প্রীতি ম্যাচেও ডাগআউটে থাকবেন তিনি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION