রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ১০:৪৬ পূর্বাহ্ন
ধর্ম ডেস্ক:
অনেক সময় নানান পরিস্থিতির কারণে সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি করা সম্ভব হয় না। সেক্ষেত্রে কোরবানির উপযুক্ত একটি ছাগলের মূল্য সদকা করে দিতে হবে আর এটা ওয়াজিব।
পরিস্থিতি এমনও হতে পারে যে– কোরবানির পশু কেনা হয়েছে কিন্তু কোনও কারণে নির্দিষ্ট দিনগুলোতে তা জবাই করা হয়নি, তাহলে ওই পশু জীবিত সদকা করে দিতে হবে।
তথ্যসূত্র : (বাদায়েউস সানায়ে ৪/২০৪ ও ফাতাওয়া কাজিখান ৩/৩৪৫)
লেখক: গণমাধ্যমকর্মী; শিক্ষক, মারকাযুদ দিরাসাহ আল ইসলামিয়্যাহ, ঢাকা।