রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ১০:৫৬ অপরাহ্ন
খেলাধুলা ডেস্ক:
বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশীপে আজ গ্রুপের শেষ ম্যাচ ছিল পাকিস্তানের। নেপালের বিপক্ষে ০-১ গোলে হেরেছে পাকিস্তান। গত দুই ম্যাচে ভারত ও কুয়েতের বিপক্ষে ৪-০ গোলে হেরেছে তারা।
ভারতে সাফ চ্যাম্পিয়নশীপ খেলতে অনেক ঝক্কি পোহাতে হয়েছে পাকিস্তান ফুটবল দলকে। পাকিস্তান সরকারের অনুমতিতে বিলম্ব এবং পরবর্তীতে ভারতের ভিসা পেতে দেরি হওয়ায় টিকিট নিশ্চিত করেও বাতিল করতে হয়েছে। অনুশীলন না করেই ব্যাঙ্গালোরে স্বাগতিক ভারতের বিরুদ্ধে খেলে পাকিস্তান। সেই ম্যাচে চিরপ্রতিদ্বন্দি ভারতের বিপক্ষে ০-৪ গোলে হারে। পরের ম্যাচেও একই ব্যবধানে হেরেছে পাকিস্তান।
আজকের ম্যাচটি ছিল শুধুই নিয়মরক্ষার। নেপালও প্রথম দুই ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে আগেই বিদায় নিয়েছে। আজ পাকিস্তানের বিপক্ষে আশীষের দেয়া গোলে পাওয়া তিনটি পয়েন্ট শুধুই সান্তনার।
ভয়েস/আআ