রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ০৮:৫৪ অপরাহ্ন
খেলাধুলা ডেস্ক:
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে ব্রাজিলের বিদায়ের পর তিতে চাকরি ছাড়েন। তারপর থেকে কোচহীন সেলেসাওরা। অনূর্ধ্ব-২০ দলের কোচ রামোন মেনেজেস অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করেছেন এতদিন। স্থায়ীভাবে কার্লো আনচেলত্তিকে চাইছে তারা। আশা দিয়ে রেখেছেন রিয়াল মাদ্রিদের ইতালিয়ান কোচ। তারই অপেক্ষায় থেকে আপাতত ফার্নান্দো দিনিজকে এক বছরের জন্য অন্তর্বর্তীকালীন কোচ নিযুক্ত করেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
মঙ্গলবার ব্রাজিলের ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সঙ্গে সম্মতিতে পৌঁছান ৪৯ বছর বয়সী দিনিজ। আগামী এক বছর জাতীয় দলের দায়িত্ব পালন করবেন। পাশাপাশি তার বর্তমান ক্লাব ফ্লুমিনেন্সের ডাগআউটেও দাঁড়াবেন।
দিনিজ ব্রাজিলের কোচ হওয়ার প্রতিক্রিয়ায় বলেন, ‘এটা যে কারও জন্য স্বপ্নের। জাতীয় দলের দায়িত্ব পালন করতে পারা একটা সম্মান ও অনেক গর্বের। আমি খুব আশাবাদী যে আমরা সামনে এগিয়ে যেতে পারবো এবং সফল হবো।’
সিবিএফ প্রেসিডেন্ট এডনাল্ডো রদ্রিগেজ সম্প্রতি বলেন, আনচেলত্তি ২০২৪ সালের জুন পর্যন্ত রিয়ালের চুক্তি শেষ করে ব্রাজিলে যোগ দেওয়ার আশ্বাস দিয়েছেন। ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি হবে তার।
আগামী ৪ সেপ্টেম্বর বলিভিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচে দিনিজের এই নতুন অধ্যায় শুরু হবে। এরপর সেপ্টেম্বর ও নভেম্বরের মধ্যে আরও পাঁচটি বাছাই ম্যাচ খেলবে ব্রাজিল। তারপর ২০২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত বিরতি। এর মাঝে আগামী বছরের মার্চে স্পেনের সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলার কথা। আর জুন-জুলাইয়ে রয়েছে কোপা আমেরিকা, ওই টুর্নামেন্টে আনচেলত্তিকে ডাগআউটে পাওয়ার আশা ব্রাজিলের।
ভয়েস/আআ