রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ০৫:১৮ অপরাহ্ন
খেলাধুলা ডেস্ক:
লিওনেল মেসি পিএসজি ছেড়েছেন। এমবাপ্পেরও ২০২৩-২৪ মৌসুমে দলে থাকা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। আগেই খবর বেরিয়েছে, নেইমারকেও ছেড়ে দিতে চায় পিএসজি। তবে এক পোস্টের মাধ্যমে পিএসজিতে থেকে যাওয়ার ইঙ্গিত দিলেন নেইমার।
নেইমারের দল বদল নিয়ে খবর বেরিয়েছিল তাকে পেতে চায় ইংলিশ লিগের বেশ কয়েকটি ক্লাব। এমনও গুঞ্জন উঠেছে যে, বার্সেলোনায় ফিরবেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। দল-বদল নিয়ে এমন নানা খবরের মধ্যে নতুন সামাজিক যোগাযোগমাধ্যম থ্রেডসে নেইমার পোস্ট করেছেন, ‘পার্টি মৌসুম ২৩/২৪।’
লেখার সঙ্গে ফ্রান্সের পতাকার ইমোজি দিয়েছেন, ব্যাকগ্রাউন্ড হিসেবে দিয়েছেন একটি ব্যক্তিগত বিমানের ছবি।
২০১৭ সালে ২২২ মিলিয়ন ইউরোতে বার্সেলোনা থেকে পিএসজিতে যোগ দেন নেইমার। পিএসজিতে নেইমারের চুক্তি আছে আরও দুই বছর।
ভয়েস/আআ