রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ০২:৫২ অপরাহ্ন
খেলাধুলা ডেস্ক:
ঘনিষ্ঠ হলেই তো পাশাপাশি চলা, পাশাপাশি থাকা। বিপরীত হলে দূর থেকে দূরে সরা। পিএসজির সঙ্গে এমবাপ্পের অবস্থা এখন দ্বিতীয়টির মতো। তাই দলটির প্রাক মৌসুম প্রস্তুতি সফরের দলে নেই ফরাসী ফরোয়ার্ড। প্রাক মৌসুম প্রস্তুতিতে এমবাপ্পেকে ছাড়াই জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবে পিএসজি। তাতে স্পষ্ট সামনের গ্রীষ্মেই বিশ্বকাপ জয়ী তারকাকে ছেড়ে দিতে চায় ক্লাবটি।
পিএসজিতে এমবাপ্পের আরও এক মৌসুম বাকি। কিন্তু সমস্যা হল এমবাপ্পেকে এ মৌসুম না ছাড়লে ট্রান্সফার ফির একটি অর্থও পাবে না পিএসজি। সামনের দলবদলে ফ্রি এজেন্ট হয়ে যাবেন এমবাপ্পে। তখন পিএসজিকে কোনো অর্থ না দিয়েই যেকোনো ক্লাব এ তারকা ফরোয়ার্ডকে দলে ভেড়াতে পারবে।
এছাড়া নিকট সময়ে এমবাপ্পের সঙ্গে কথার লড়াইও হয়েছে। এমন অবস্থায় ক্লাবটি বিশ্বাস করে এই ফুটবলারকে একাদশে রাখা সঠিক সিদ্ধান্ত নয়। সে কারণে প্রাক মৌসুম থেকেই এমবাপ্পেকে দলের বাইরে রাখা। ২০২৪ সালের প্রথম দিন থেকেই (১ জানুয়ারি) যে কোনো ক্লাবের সঙ্গে আগাম চুক্তি সেরে রাখতে পারেন এমবাপ্পে।
কিন্তু সমস্যা হচ্ছে ফরাসী তারকা নিজে রিয়াল মাদ্রিদ ছাড়া অন্য কোথাও যেতে চাচ্ছেন না। তাই ইংল্যান্ডের তিনটি এবং সৌদি আরবের ক্লাব থেকে আগ্রহ দেখালেও এমবাপ্পের সঙ্গে ব্যাটে বলে মিলছে না। পিএসজিও এমবাপ্পেকে বিক্রি করার মতো যথেষ্ট অর্থ প্রস্তাব পাচ্ছে না। সবকিছু না মিললে হয়ত ফ্রি এজেন্ট হয়েই পিএসজি ছেড়ে যাবেন ফরাসী বিশ্বকাপ জয়ী তারকা।
ভয়েস/আআ