রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ১২:৩৬ অপরাহ্ন
খেলাধুলা ডেস্ক:
কিলিয়ান এমবাপ্পেকে একবছরের জন্য বিশ্বরেকর্ড ট্রান্সফার ফি ৩০ কোটি ইউরোতে দলে নেয়ার প্রস্তাব করেছিল সৌদি ক্লাব আল হিলাল। বিশ্বকাপের সেরা গোলদাতাকে তারা ৭০ কোটি টাকা বেতন দিতে চায়।
প্যারিস সেন্ট-জার্মেই প্রস্তাব গ্রহণ করে আল হিলালকে এমবাপ্পের সাথে সরাসরি আলোচনা শুরু করার অনুমতি দিয়েছে। কিন্তু একটি সূত্র ইএসপিএনকে জানিয়েছে যে এমবাপ্পে এই প্রস্তাবে আগ্রহী নন।
প্রস্তাবে আল হিলাল একবছর পর এমবাপ্পেকে রিয়াল মাদ্রিদে যাওয়ার সু্যোগও দিয়েছে। এমবাপ্পে অনেকদিন ধরেই তার স্বপ্নের ক্লাব রিয়ালে যাওয়ার কথা বলে আসছে। আগামী মৌসুম পিএসজিতে তার শেষ মৌসুম আর নতুন চুক্তি করবেন না বলার পর রিয়াল তার ব্যাপারে নতুন করে যোগাযোগ করলেও স্প্যানিশ ক্লাবের প্রস্তাবে রাজি হয়নি পিএসজি। রিয়াল তাই চাচ্ছে একবছর পর ফ্রি এজেন্ট হয়ে পড়া এমবাপ্পেকে কম দামে নেবে তারা।
তাই আল হিলালের প্রস্তাবকে পিএসজি এমবাপ্পে দুপক্ষের জন্য ভালো সমাধান মনে করা হচ্ছিল। কিন্তু এমবাপ্পে প্রস্তাবে রাজি না হলে ২০০+ মিলিয়ন ডলারের চড়া ট্রান্সফার ফিতে কোন ক্লাব এমবাপ্পেকে নেয় সন্দেহ আছে।
এমবাপ্পেকে নিয়ে এরই মধ্যে পিএসজির সম্পর্কে চিড় ধরেছে। তাকে আসছে মৌসুমে না খেলিয়ে বসিয়ে রাখা হবে বলেও হুমকি দিয়েছে ক্লাব পরিচালকেরা।
ভয়েস/আআ