রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ১০:৫৩ পূর্বাহ্ন
খেলাধুলা ডেস্ক:
লঙ্কান প্রিমিয়ার লিগে সুপার ওভারে ম্যাচ জিতলো সাকিব-শানাকাদের দল গল টাইট্যান্স। প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ১৮০ রান করেছিল ব্যাটিংয়ে আমন্ত্রিত টাইট্যান্স। পরে দাম্বুলা অরাকে ঠিক ১৮০ রানে বেধে রাখে তারা। টাই ম্যাচ সুপার ওভারে গড়ালে প্রথমে ৯ রান করতে পারে দাম্বুলা। ভানুকা রাজাপাকশে চার-ছক্কা মেরে দুবলেই প্রয়োজনীয় রান তুলে নেয়।
ভয়েস/আআ