সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ০৪:০৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

ড্রোনের আঘাতে ‘কাঁপলো’ মস্কোর বাণিজ্যিক কেন্দ্র

আন্তর্জাতিক ডেস্ক:

রাশিয়ার রাজধানী মস্কোর একটি আকাশচুম্বী ভবনে মঙ্গলবার রাতে আবারও ভয়াবহ ড্রোন হামলা হয়েছে। ওই ভবনে রবিবারও একই ঘটনা ঘটে। এ তথ্য জানিয়েছেন স্থানীয় রুশ মেয়র সের্গেই সোবানিয়ান।

মেয়র সোবানিয়ান মঙ্গলবার (১ আগস্ট) রাত ৩টা ৪০-এ টেলিগ্রামে জানান, রাতে কয়েকটি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে। একটি মস্কোভা সিটি কমপ্লেক্সে আঘাত হানে।

বিবিসির প্রতিবেদনে জানা গেছে, বহুতল ভবনটির ২১ তলা ক্ষতিগ্রস্ত হয়েছে। তাৎক্ষণিক আহত বা নিহতের খবর পাওয়া যায়নি। মস্কোয় সবশেষ ড্রোন হামলায় বরাবরের মতো ইউক্রেনকেই দায়ী করে বিবৃতি দিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রতিক্রিয়া জানায়নি কিয়েভ।

ভবনটির ক্ষতিগ্রস্ত স্থানে মেরামতে জরুরি বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছেন বলে জানান মেয়র।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, মস্কো অঞ্চলে আকাশপ্রতিরক্ষা ব্যবস্থায় দুটি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়। অবাসিক নয় এমন জায়গায় পড়েছে একটি ড্রোন।

এসব ঘটনায় রবিবার ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ায় যুদ্ধ ফিরে যাচ্ছে। দুই দেশের মধ্যে চলমান যুদ্ধে রুশ ভূখণ্ডে হামলা ছিল অবশ্যম্ভাবী, স্বাভাবিক ও ন্যায়সংগত।

গত কয়েক মাসে মস্কো ও ক্রিমিয়ার প্রাণকেন্দ্রে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। বিশেষ করে মস্কোর বহুতল ভবনে ড্রোন বিস্ফোরণ নিয়মিত ঘটনা। জেলেনস্কি এতদিন বলে আসছিলেন, তার বাহিনী কখনও রুশ ভূখণ্ড হামলা চালাবে না। ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে রাশিয়ার যেসব সেনা যুদ্ধ করছে তাদের উৎখাত করাই প্রধান লক্ষ্য।

সূত্র: বিবিসি, আরটি, তাস

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION