রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ১০:৫৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

ভোট গ্রহণ কর্মকর্তাদের জন্য নির্দেশিকা তৈরি করা হচ্ছে: ইসি রাশেদা সুলতানা

ভয়েস নিউজ ডেস্ক:

নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা বলেছেন, নির্বাচন ঘিরে নির্বাচন কমিশনের চতুর্মুখী প্রস্তুতি শুরু হয়ে গেছে। নির্বাচন আয়োজনের জন্য যে ধরনের কাজ করতে হয়, সব শুরু করা হয়েছে। ভোট গ্রহণ কর্মকর্তাদের জন্য নির্দেশিকা তৈরি করা হচ্ছে। আগামীকাল কমিশন সভায় এটি উঠবে।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আজ রোববার নিজ দপ্তরে সাংবাদিকদের এসব কথা বলেন রাশেদা সুলতানা। তিনি বলেন, তাঁরা এখনো আশাবাদী, বিএনপি আগামী জাতীয় নির্বাচনে অংশ নেবে।

রাশেদা সুলতানা বলেন, ভোটকেন্দ্রের তালিকা খসড়া তালিকা হয়েছে। এখন ভোটকেন্দ্র ও ভোট গ্রহণ কর্মকর্তা বিষয়ে তোড়জোড় শুরু হয়েছে। কেন্দ্রভিত্তিক প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং, পোলিং কর্মকর্তা হিসেবে যাঁরা দায়িত্ব পালন করবেন, এমন কয়েক লাখ লোকবলকে প্রশিক্ষণের আওতায় আনতে হবে। আগামী সেপ্টেম্বর-অক্টোবর থেকে প্রশিক্ষকদের প্রশিক্ষণ শুরুর পরিকল্পনা রয়েছে। তফসিল ঘোষণার পর ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ শুরু হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রাশেদা সুলতানা বলেন, তাঁরা অনেকগুলো নির্বাচন করেছেন, কোনো চাপ অনুভব করেননি। বাইরে থেকে মানুষ ধারণা করতে পারে ইসির ওপর চাপ আছে, কিন্তু ইসির মাথায় কোনো চাপ নেই। কোনো দিক থেকেই কমিশনের কেউ চাপের মধ্যে নেই।

রাশেদা সুলতানা বলেন, রাজনৈতিক অস্থিরতা নিয়ে কমিশনের করণীয় কিছু নেই। তাঁরা বিশ্বাস করেন, এসব প্রশমিত হয়ে আসবে। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে তাঁদের নিরন্তর চেষ্টা থাকবে।

আরেক প্রশ্নের জবাবে এই নির্বাচন কমিশনার বলেন, তাঁরা এখনো আশাবাদী বিএনপি নির্বাচনে অংশ নেবে। রাজনীতির কৌশল, কে কীভাবে এগোবে, ভোটের আগের দিন পর্যন্ত বলা কঠিন। এটা তাঁরা কীভাবে নিচ্ছেন, কী কারণে করছেন, কী চিন্তা করছেন এটা তাঁদের ব্যাপার। কিন্তু কমিশন আশাবাদী, কমিশন মনে করে বিএনপি নির্বাচনে আসবে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION