বুধবার, ০৯ Jul ২০২৫, ১২:৪৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
শহর গ্রামে বেড়েছে চোরের উপদ্রব মহেশখালীর সব্বির আহমেদ, আব্দুল জলিল ও মৌলানা ইলিয়াসের মৃত্যুতে ডক্টর হামিদুর রহমান আযাদের শোক হোয়াইট হাউসের ধন্যবাদ পেল পাকিস্তানের সেনাপ্রধান ‘ভালো’ বলা পর্যবেক্ষকদের আগামী নির্বাচনে পর্যবেক্ষণে না নেয়ার ইঙ্গিত সিইসির এসএসসির ফল প্রকাশ ১০ জুলাই দুপুর ২টায় প্রধান উপদেষ্টা ও তাসনিম জারাকে নিয়ে কটুক্তিকারী মেকানিক রেজাউল বরখাস্ত হিমছড়ি সৈকতে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু কক্সবাজারে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি পালিত টানা বৃষ্টিতে কক্সবাজারে অর্ধশতাধিক গ্রামে জলাবদ্ধতা: দুর্ভোগে লক্ষাধিক মানুষ সময় থাকতে যত্ন নিন দাঁতের

রবিউল আউয়াল মাসের বার্তা

এইচ এম মনিরুজ্জামান:
হিজরি সনের তৃতীয় মাস রবিউল আউয়াল শুরু হয়েছে। এ মাসের গুরুত্ব এখানেই যে, মানবতার মুক্তির মহান অগ্রদূত নবী মুহাম্মদ (সা.)-এর জন্ম, নবুওয়ত, হিজরত এবং ওফাত রবিউল আউয়ালেই সংঘটিত হয়েছিল। মহান আল্লাহ সুরা আলে ইমরানের ৩১ নম্বর আয়াতে ইরশাদ করেন, ‘হে রাসুল! আপনি বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, তাহলে আমাকে অনুসরণ করো, যাতে আল্লাহ ও তোমাদিগকে ভালোবাসেন এবং তোমাদের পাপ মার্জনা করে দেন। আর আল্লাহ হলেন ক্ষমাশীল।’

এ আয়াত দ্বারা স্পষ্ট বোঝা যায়, আল্লাহকে ভালোবাসতে চাইলে নবী মুহাম্মদ (সা.)-কে ভালোবাসতে হবে এবং তাকে অনুসরণ করতে হবে। এর কোনো বিকল্প নেই। প্রত্যেক মুমিনের জন্য এটি একান্ত আবশ্যক। নবী মুহাম্মদ (সা.)-কে ভালোবাসা ও তার দেখানো পথে জীবনযাপন ইমানেরই অংশ। এ প্রসঙ্গে ইমাম বোখারি (রহ.) তার কিতাবে স্বতন্ত্র একটি শিরোনাম এনেছেন, যার অর্থ ‘নবী কারিম (সা.)-কে ভালোবাসা ইমানের অঙ্গ।’

সাহাবি হজরত আনাস (রা.) ও হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, ‘রাসুলে কারিম (সা.) ইরশাদ করেন, ওই সত্তার শপথ! যার হাতে আমার প্রাণ, তোমরা ততক্ষণ পর্যন্ত কেউ পরিপূর্ণ ইমানদার হতে পারবে না, যতক্ষণ আমি তার কাছে নিজ পিতা-মাতা, সন্তানসন্ততি ও সব মানুষ হতে প্রিয় না হব।’ -সহিহ বোখারি

হজরত রাসুলুল্লাহ (সা.)-এর জীবনের প্রতিটি ক্ষেত্রে রয়েছে আমাদের জন্য অনুকরণীয় আদর্শ। এ প্রসঙ্গে পবিত্র কোরআনের সুরা আহজাবের ২১ আয়াতে ইরশাদ হয়েছে, ‘তোমাদের মধ্য থেকে যারা পরকালে আল্লাহর সঙ্গে সাক্ষাতের আশা রাখে ও আল্লাহকে অধিক স্মরণ করে, তাদের জন্য আল্লাহর রাসুলের মধ্যে রয়েছে সর্বোত্তম আদর্শ।’ এ ভালোবাসার মানে এই নয় কিংবা মুখে মুখে এ কথা বলা নয়, ‘হে রাসুল (সা.), আমি আপনাকে ভালোবাসি।’ বরং এর অর্থ হচ্ছে, ‘রাসুল তোমাদের জন্য যা নিয়ে এসেছেন তা ধারণ করো। আর যা থেকে বিরত থাকতে বলেছেন তা থেকে বিরত থাকো।’ কেননা, যে ব্যক্তি রাসুলে কারিম (সা.)-কে অনুসরণ করল, সে প্রকৃতপক্ষে মহান আল্লাহরই আনুগত্য করল। সে কারণেই দুনিয়ার প্রতিটি কথা ও কাজে শুধু নবী মুহাম্মদ (সা.)-কেই আদর্শ মানতে হবে। তার দেখানো পথেই নিজেদের পরিচালিত করতে হবে।

রবিউল আউয়ালের বার্তা এটাই, আমরা যাতে সর্বক্ষেত্রে রাসুলের (সা.) আদর্শ অনুসরণ করি।

বলাবাহুল্য, অনুসরণ কেবল এ মাসের জন্যই নয়; বরং সর্বাবস্থায় মুমিন বান্দা রাসুলের (সা.) দেখানো পথে আল্লাহর ইবাদত করবে এটাই প্রত্যাশিত।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION