রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ০৫:১২ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক:
টানা আটদিন ধরে চলছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের সংঘাত। চলমান এ সংঘাতে শুরু থেকেই ইসরায়েলকে সমর্থন জানিয়েছে যুক্তরাষ্ট্র। গত সপ্তাহে দুই পক্ষের হামলা-পাল্টা হামলা শুরুর পর পরই ইসরায়েল উপকূলে একটি বিমানবাহী রণতরী পাঠিয়েছিল যুক্তরাষ্ট্র।
তবে দিন দিন সংঘাত বৃদ্ধি পাওয়ায় এবার ইসরায়েলে আরেকটি বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। খবর আল জাজিরা।
মূলত ইসরায়েলের নিরাপত্তা বজায় রাখতে এই রণতরী পাঠানো হচ্ছে বলে দাবি করেছে দেশটি।
এ বিষয়ে এক বিবৃতিতে মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন বলেন, “পূর্ব ভূমধ্যসাগরে ওয়াশিংটনের দ্বিতীয় বিমানবাহী রণতরী মোতায়েন করা যুক্তরাষ্ট্রের “ইসরায়েলের নিরাপত্তার প্রতি লোহার আবরণের প্রতিশ্রুতি” এর একটি চিহ্ন।“
বিবৃতিতে আরও বলা হয়, “ইসরায়েলের বিরুদ্ধে শত্রুতামূলক কর্মকাণ্ড রোধ করার” প্রচেষ্টার অংশ হিসেবে দুটি বিমানবাহী জাহাজ ইসরায়েল উপকূলে ক্রমবর্ধমান মার্কিন বাহিনীতে যোগ দেবে, যার মধ্যে তিনটি মার্কিন বিমান বাহিনীর স্কোয়াড্রন ইতিমধ্যেই মোতায়েন করা হয়েছে।
এর অগে সংঘাত শুরুর পরপরই গত সপ্তাহে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড এবং এর সঙ্গে থাকা অন্য যুদ্ধজাহাজগুলোকে পূর্ব ভূমধ্যসাগরে পাঠায় যুক্তরাষ্ট্র। এসব যুদ্ধজাহাজ ইতোমধ্যেই ওই অঞ্চলে অবস্থান করছে এবং এর সঙ্গে এবার নতুন করে আরেক মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আইজেনহাওয়ার এবং এর অধিভুক্ত যুদ্ধজাহাজগুলো সেখানে যোগ দেবে।
ভয়েস/আআ