রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ০৫:১১ পূর্বাহ্ন
এম, আবদুল হক, টেকনাফ:
শিক্ষা প্রতিষ্টান এমপিওভুক্তির নতুন তালিকার আদেশ জারি করেছে সরকার। আর এতে স্থান পেয়েছে সীমান্ত উপজেলা টেকনাফের ৪ টি শিক্ষা প্রতিষ্টান যথাক্রমে, সাবরাং উচ্চ বিদ্যালয়, নয়াপাড়া আলহাজ্ব নবী হোসাইন উচ্চ বিদ্যালয়, হ্নীলা বালিকা উচ্চ বিদ্যালয় ও টেকনাফ বর্ডার গার্ড বাংলাদেশ পাবলিক স্কুল।
বুধবার, ২৯ এপ্রিল রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মো. কামরুল হাসান স্বাক্ষরিত আলাদা আলাদা প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়েছে।
এদিকে ককসবাজার জেলার ২৪ টি শিক্ষাপ্রতিষ্টানের নতুন এমপিওভুক্তির তালিকায় টেকনাফের ৪ টি প্রতিষ্টান স্থান পাওয়ায় সংশ্লিষ্ট অভিভাবক,শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে বেশ খুশির আমেজ দেখা দিয়েছে। শিক্ষাপ্রতিষ্টান নতুন এমপিওভুক্তি পিছিয়ে পড়া সীমান্ত জনপদের জন্য ভবিষ্যত আলোকবর্তিকা হিসেবে ভূমিকা রাখবে এমনটি ভাবছেন এখানকার সচেতন মহল।
ভয়েস/আআ