বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫, ০১:৩১ অপরাহ্ন
মুফতি হুমায়ুন কবির মুহিউদ্দিন:
মুমিনের জীবনে সবচেয়ে বড় চাওয়া ও পাওয়া হলো মহান আল্লাহর ভালোবাসা। মুমিন তার রবের সন্তুষ্টি ও ভালোবাসা পাওয়ার লক্ষ্যেই গোটা জীবন ইবাদত করে যায়। যে তার রবের ভালোবাসা পেয়ে যায় সে হয় উভয় জগতে ধন্য ও সৌভাগ্যবান। মুমিন বান্দার এমন কিছু গুণ রয়েছে যেগুলো আল্লাহর কাছে খুবই প্রিয়। সেসব গুণের অধিকারীদের তিনি ভালোবাসেন। আর সেই ভালোবাসার মানুষদের কথা কোরআনের বিভিন্ন আয়াতে তিনি উল্লেখ করেছেন। এমন কয়েকটি আয়াত তুলে ধরা হলো।
পবিত্রতা অর্জনকারী : পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘নিশ্চয় আল্লাহ পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন।’ (সুরা বাকারা ২২২)
তওবাকারী : পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘নিশ্চয় আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন।’ (সুরা বাকারা ২২২)
অনুগ্রহকারী : পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘নিশ্চয় আল্লাহ অনুগ্রহকারীদের ভালোবাসেন।’ (সুর মায়েদা ১৩)
ধৈর্যশীল : পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন।’ (সুরা আলে ইমরান ১৪৬)
মুত্তাকি : পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘নিশ্চয় আল্লাহ মুত্তাকিদের ভালোবাসেন।’ (সুরা আলে ইমরান ৭৬)
আল্লাহর ওপর ভরসাকারী : পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘নিশ্চয় আল্লাহ তার ওপর ভরসাকারীদের ভালোবাসেন।’ (সুরা আলে ইমরান ১৫৯)
ন্যায়বিচার প্রতিষ্ঠাকারী : পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘নিশ্চয় আল্লাহ ন্যায়বিচারকারীদের ভালোবাসেন।’ (সুরা হুজরাত ৯) এসব গুণের অধিকারীদের আল্লাহতায়ালা ভালোবাসেন। তাই আমাদের উচিত হলো এসব গুণে নিজেদের গুণান্বিত করা। আল্লাহতায়ালা আমাদের তার ভালোবাসা অর্জন করার তাওফিক দান করুন। আমিন।
ভয়েস/আআ